অস্ত্র নিয়ন্ত্রণ ও ইউক্রেন নিয়ে ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র-রাশিয়ার আলোচনা | US-Russia talks on arms control and Ukraine on January 10

0
84

AVvXsEgK 31wyCB3YU6sdo2cCuBKMOInJXaRIWqs78ssPPXswkFci21 m L D9qPrDVMjJNwvglcKB1LSYr8QQyxyjf7qseQvNZbQuK6FnMxx2Lh9F4ebsSKlTvGYivUJwpMeZvmL4BcmPXvBWsDY4CsEBTjK3NPjDZXwI4q4V4Jj


পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ও ইউক্রেন প্রশ্নে উত্তেজনা প্রশোমনে আগামী ১০ জানুয়ারি আলোচনা করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র একথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

জাতীয় নিরাপত্তা পরিষদের ওই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে আলোচনার অপেক্ষায় রয়েছে।’

এরপর মস্কো ও ন্যাটোর প্রতিনিধিরা আগামী ১২ জানুয়ারি বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে।

তিনি আরও জানান, রাশিয়া ও ওএসসিই আঞ্চলিক নিরাপত্তা পরিষদ আগামী ১৩ জানুয়ারি আলোচনা করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র এ পরিষদের অন্তর্ভূক্ত দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here