আটলিয়া ইউনিয়নে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আলোচনা এবং কবিতা পাঠের আসর

0
194

 আটলিয়া ইউনিয়নে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আলোচনা এবং কবিতা পাঠের আসর
Discussions and poetry readings on education, literature and culture in Atalia Union

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%20(16)আটলিয়া ইউনিয়নে গোবিদকাটি গ্রামে স্বাধীনতা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিষয়ে আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। কাঁঠালতলা সাত রং সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ও কাঁঠালতলা ষড় ঋতু সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ কাদেরুজ্জামানের আয়োজনে শুক্রবার দিনভোর আটলিয়া ইউনিয়নের গোবিদকাটি গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি শেখ আমজাদ হোসেন (দাদাভাই)-এর সভাপতিত্বে এবং শিক্ষক মাহাবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লেখক, সাহিত্যক, গবেষক, শিক্ষাবিদ, অধ্যক্ষ ডঃ সন্দীপক মল্লিক।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বিশেষ অতিথি হিসাবে আলোচনা ও কবিতা পাঠ করেন, ভবদহ কলেজের অধ্যক্ষ আব্দুল মতলেব, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মৌমিতা চৌধূরী, কবি ও সাহিত্যক অধ্যক্ষ হুসাইন নজরুল হক, চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, ডুমুরিয়ার খর্নিয়া  ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান খান এ রহমত।

অন্যান্যদের মধ্যে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আলোচনা এবং কবিতা পাঠ করেন, খুলনা বেতার শিল্পী ও চারণ কবি বাবুল আহম্মেদ তরফদার, ষড়ঋতু সাহিত্য পরিষদের সাধারণ সস্পাদক কৃষিবিদ আলী আহম্মেদ, যশোর কৃষ্টিবন্ধন সংস্থার সহ-সভাপতি অধ্যাপক এম,এ কাসেম অমিও, হাড়িয়াঘোপ আলোর পথে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি বলাই দেবনাথ, কবি কানন দেবী, পাঁজিয়া সমাজকল্যণ সংস্থার পরিচালক বাবর আলী গোলদার, কবি ও লেখক নজরুল ইসলাম খান, অধ্যাপক গোপাল চন্দ্র সরকার,খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গাংচিল সাহিত্য পরিষদের সভাপতি  নওশের আলী মোড়ল, ভোলানাথ অপেরার প্রাক্তন নায়িকা হরেন্দ্র নাথ মন্ডল, মির্জাপুর মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মণ্ডল, কবি, সাহিত্যক ও নাট্যকার ডাঃ নিখিল দত্ত, সিনিয়র অভিনেতা আবুল বাশার, অভিনেতা আবুল কশেম, অভিনেতা নূর মোহাম্মদ, কবি মকবুল হোসেন, কবি মলয় বিশ্বাস, কবি শফিক সিংহ, কার্ত্তিক চন্দ্র সরকার, শিক্ষক আব্দুল মজিদ সরদার, সাহিত্যক, লেখক কাজী জাহাঙ্গীর হোসেন, সুভাষিনী ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক ইবাদুল ইসলাম, গীতিকার ডাঃ নজর উদ্দীন সানা, অরূপ ব্রহ্ম, শাহপুর গাঙচিল সাহিত্য সংগঠনের সভাপতি এস, এম নূরুল ইসলাম, শেফালী ঢালী, গোবিন্দ বৈরাগী, গোপাল চন্দ্র ঢালী, জয়ন্ত রায়, তপন কুমার পাল, লিপি আক্তার, হেমন্ত দত্ত, নারান চন্দ্র দে, ছাত্র শক্তিধর শওন, তাসমিয়াহ, কবি হছিব, লিখন আলম, ঢালী মঈন প্রমূখ। পঞ্চাশোর্ধ কবি, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আলোচনা এবং কবিতা পাঠ করেন এবং অনুষ্ঠানটি মিলনমেলায় পরিনত হয়ে সন্ধ্যায় শেষ হয়। সাংবাদিকতায় অবদান রাখায় পরেশ চন্দ্র দেবনাথকে হাড়িয়াঘোপ আলোর পথে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি বলাই দেবনাথ রচিত সত্য সুন্দরের আলপনা বইটি উপহার হিসাবে তুলে দেন।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here