আফগানিস্তানের ৮ ক্রিকেটারের করোনা | The corona of that cricketer of Afghanistan

0
107

AVvXsEgs8VAvqev7MezItrSf Ll9xJYYqfXSTfRreGyHf6urzq2iEex FSWB gh lbhKeggxv7W07hkkpMLLmr1ARqCN9iYx4onlHuHHnxgdWJWXd t172tCPU4qeWgcqyDSayYoalSNjUjZjkH10ibjQenv5wySSIDiDg8A y4l7ZLoB8pqkd0qdCysMXX=s16000

করোনা পিছু ছাড়েনি আফগানিস্তান ক্রিকেট দলকে। বাংলাদেশ সফরে এসে করোনা পজিটিভ হয়েছেন আফগানিস্তান দলের আট ক্রিকেটার। এ ছাড়া দলের সাপোর্ট স্টাফের তিন সদস্য ও এক ক্রিকেটারের স্ত্রীও করোনা আক্রান্ত। ফলে তাদের রেখে দলের বাকি সদস্যরা গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। বিসিবির এক সূত্র বিষয়টি জানিয়েছে।

AVvXsEi7vLi7YC3XV2A0V7E8NYrx0XugH4LGpzMHwBD

১২ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশে এসেছেন আফগানিস্তান দলের ২২ সদস্য। পরদিন সিলেটে পৌঁছে এক দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলনে নামেন আফগান দলের ক্রিকেটাররা। দলের এক সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের পর করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার আগেই হোটেল ছেড়ে মাঠে গিয়েছিলেন সফরকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here