আরও একটি ঝড়ের সামনে ইউরোপ: ডব্লিউএইচও | Europe in the face of another storm: WHO

0
26

AVvXsEi9VvLn9obtGIjoFHn7rcbpIblNSO BVFTx3uEt LSB6KVITciyD0sVFIdrsNNhEKuTD BOtqkE6UHgddEGB9 1Jn4zFmtdk2ILarU2sE5VL5sjSS2Ak9 NHq7A4qpR9XAc1p0l54sUD1OTr7JW6tZMsj4Hr7MTuXMujY6IoA0DzTSPs0YEYaJPslVN=s16000

ইউরোপের দেশগুলোতে করোনার আরেকটি ঝড় আসছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার পর এমন সতর্কতা দিল সংস্থাটি।

সুরক্ষার জন্য বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হান্স ক্লুজ বলেন, নভেম্বরের শেষের দিকে ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে অন্তত ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত করা হয়েছে। ডেনমার্ক, পর্তুগাল এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।  

ক্লুজ বলেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন এই অঞ্চলের আরও দেশে ছড়িয়ে পড়বে, যা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলে রাশিয়া এবং অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, পাশাপাশি তুরস্ক অন্তর্ভুক্ত।

ক্লুজ বলেন, বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here