ইউ’কে গ্রেটার সিলেটের নর্থ রিজনের উদ্যোগে ইফতার মামগ্রী বিতরণ

0
310

 ইউ’কে গ্রেটার সিলেটের নর্থ রিজনের  উদ্যোগে ইফতার মামগ্রী বিতরণ
Distribution of Iftar items at the initiative of North Region of Greater Sylhet, UK

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BEগ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন নর্থ রিজন ইউ’কের উদ্যোগে মৌলভী বাজার জেলার কমলগন্জ উপজেলার পতন ঊষার  ইউনিয়নের শ্রী সৃর্য্য গ্রামে একশত গরীব অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে ( আজ ২১ মার্চ) সোমবার দুপুরে।

এ উপলক্ষে একটি অনুষ্ঠান গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের 

নর্থ রিজনের সাবেক চেয়ারম্যান  মাসুক মিয়ার  সভাপতিত্বে এবং গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের নর্থ রিজনের সদস্য আজাদ হোসেনের সঞ্চালনায়, 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, যুক্তরাজ্য কিতলী টাউন কাউন্সিলের তিন বারের  কাউন্সিরার এবং গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলার নেছার আলী,

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,পতন ঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তৌফিক আহমদ বাবু,

এতে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন নর্থ রিজন ইউ’কের সদস্য এজাজুল উদ্দিন,

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কের ওমেন সেক্রেটারি শাহানা বেগম,

 বিশ্বনাথ প্রেসক্লাবের

 সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন,কলমগন্জ উপজেলা যুবলীগের সদস্য লায়েক খাঁন, পতন ঊষার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জমসেদ আহমদ, সমাজসেবক মুচ্ছাব্বির আলী, মর্তুজ আলী, ইলিয়াস আলী, মুরব্বী রশিদ আলী,রাইহান আহমদ রাজু ও মাসুম আহমদ প্রমুখ।

কাউন্সিলার নেছার আলী বিকেলে

শ্রী সৃর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্হানীয় রংধনু স্পোটিং ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত একটি ফুটবল টুর্ণামেন্টে সম্মানীত অতিথি হিসাবে বক্তব্যও রেখেছেন।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here