ইউক্রেনের তেলের ডিপোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা | Russia launches missile attack on Ukrainian oil depot

0
173

AVvXsEi2XhZc46Lj6ydmo87y5pyyyew5NOQr41rtIN0bDkBtHCilp4 2t5S7DQHbB ueiCgk2LV65qhbBTcr11YvRCDHyipDZuDtqTpoG 360Xt3gXHdz ev 7vwAUTRSBJvW593N20A64IpBjxnmIOG3M8KT D4dpB3GNtJP4FX9mHd XKx1j

ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শনিবার রাজধানী কিয়েভের পাশে একটি জ্বালানি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ভালসিলকিভে ওই তেলের ডিপোটির অবস্থান। স্থানীয় সময় শনিবার ভোরে সেখানে মিসাইল হামলা চালায় রাশিয়া। খবর আনাদোলুর।

ভালসিলকিভ শহরটি রাজধানীর কিয়েভের খুব কাছে অবস্থিত। শনিবার ভোর থেকেই কিয়েভের চারদিক ঘিরে ফেলে রুশ বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ভালসিলকিভে মেয়র নাটালিয়া বালাসিনোভিচ তেলের ডিপোতে হামলার পর সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, মিসাইল হামলার পর বিকট শব্দে আগুন ধরে যায় তেলের ডিপোতে। এর পর এ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

AVvXsEiVmvPQuBOhCVZ1dvSxmDt6qPCM BFF81Lx3mogA2SKZxR0DouUcetd5KH TVrYTxcRWHJbLsM6YCiI7LP6uNiUatxJeVWBinNFfIRmkz CWlJ8mTfo4w KpNLS7tdIZel EhG6HJLlkCaGPq RkJgJzkU8hwMfhczn8fd1TYaiJ9vzv47Z216cU1YF=s16000

রাজধানী কিয়েভ থেকে ভালসিলকিভ শহরটির দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার।

এদিকে রুশ সেনাদের এ আগ্রাসন ঠেকাতে এবার ইউক্রেনের নারীরা নিজেদের রক্ষা করতে বিশেষ কৌশল নিয়েছেন।

মরোটভ ককটেল (পেট্রল বোমা) বানাচ্ছেন। শহরটিতে রাশিয়ান সৈন্যদের আগ্রাসন রুখে দিতে এবং রাস্তায় প্রতিরোধ গড়ে তুলতে পেট্রল বোমা বানাচ্ছেন তারা।

ইউক্রেনের ওই শহরটির নাম ডিনিপ্রো। জড়ো হয়ে ঘাসের ওপর বাড়িতে বসে নারীরা পেট্রল বোমা বানাচ্ছেন। তাদের মধ্যে শিক্ষক, আইনজীবী ও গৃহিণী রয়েছেন। তারা কাচের বোতল, ন্যাকড়া ও জ্বালানি তেল নিয়ে বসেছেন।

AVvXsEj8CZCFwtpOx7GgcC WfXJuWvV4HnpgG PBOb Tk4ULxWCvDSP wWLiI2VmGG8fyfmByWHJCVd8tI8aiOuPtcZfwu7QZXEX5XnQpeLVzr4LIMbQJEyFCuKvRbQIjYS2e

তারা বলছিলেন, তারা আসলে কী করছে সে ব্যাপারে খুব গভীরভাবে ভাবছেন না। কারণ এক নারী বলেছেন, এটি খুবই ভয়ঙ্কর।

তারা জানিয়েছেন, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে চান। এই শহরটিতে এখনো আক্রমণ চালানো হয়নি। কিন্তু এটি ইতোমধ্যে যুদ্ধের মূল্য বুঝতে পারছে। শহরটির ৪০০ শয্যার সামরিক হাসপাতালের সব শয্যাই পুরো উত্তর ইউক্রেন থেকে আসা আহত সৈনিকে পরিপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here