ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ হামলা, নিহত বেড়ে ৩৫

0
300

 ইউক্রেনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা

Attack on a military training center in Ukraine

AVvXsEjMgc3Q8F5Akxbm4Ol5le67ksWwb6JGJ9lqQpnRQdZQ RoZJzGykoVR biWKnjOdAXNq1k8yQLcGpu8acUBRXB1Bd9TgtDkX9Khpxixng65YwUphw4Fm41oZdIBslr2XxcRdp5qg6GbckJNm PMe9vhhJh90D73ZoODohDBdSGYVVNnWZsHz0ZiJajK=s320ইউক্রেইনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৩৪ জন। লিভভের গভর্নর এই তথ্য নিশ্চিত করেছে।

রবিবার (১৩ মার্চ) দেশটির স্থানীয় সময় ভোরে এই হামলা হয় বলে জানান গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত। এটি পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

ইউক্রেন জানিয়েছে, বিদেশি সামরিক প্রশিক্ষকরা এই ঘাঁটিতে কাজ করতেন। তবে হামলার সময় সেখানে তারা কেউ ছিলেন কিনা তা স্পষ্ট নয়। 

AVvXsEgwuMKPAcaJWvgkp9Aq33Ocnkf7K78QE3fLE35 NWyOohdy R VTzV76lTtOsdDro8jTo cKS5oA T BkDLc8QUuntq9eQo1sK0DGiccSeja5HzxiiHvu YSlKR8ciGগার্ডিয়ান বলছে, ইয়াভোরিভে এই ঘাঁটিতে রবিবার দুইটি বড় বিস্ফোরণ দেখা গেছে। ভোর ৫ টা ৪৫ মিনিটে এই ঘাঁটিতে রকেট হামালা শুরু হয়।

ম্যাক্সিম কোজিৎস্কি বলেন, ইয়াভোরিভ ঘাঁটিতে রাশিয়ার বাহিনী ৩০ টির বেশি ক্রুজ মিসাইল ছুড়েছে। 

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সাইরেন বাজানো ১৯টি অ্যাম্বুলেন্স ইয়াভোরিভের সামরিক ঘাঁটির দিকে যেতে দেখা গেছে। এছাড়া পরবর্তীতে আরও সাতটি অ্যাম্বুলেন্স ওই ঘাঁটির দিকে যেতে দেখা যায়। 

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here