ইউক্রেনের ৮শ’র বেশি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, দাবি রাশিয়ার | Russia claims to have destroyed more than 600 military installations in Ukraine

0
119

AVvXsEja41aGfZRwQKcjOdmkr2fgxG O8aajbYoxWaFZYXkhC4xiSYOZKnCCTuVT5dhwVAn CShrf 4MrjFJiz3jobSts2psnMHh0d1ta776DIb RwVyCXVhBNglSQTft75pvO6Bg5yQU2NLe6qpeY7ugmMJMJqUSpH eFba9kXXr56hl8zCbCNkO9noVt m=s16000

হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের আটশ’র বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আল জাজিরার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেন, ১৪টি সামরিক বিমানঘাঁটি, ১৯টি কমান্ড পোস্ট, ২৪টি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৪৮টি রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেনের ৮টি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।

ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, আক্রমণে জড়িত রাশিয়ার তিন হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং দুইশ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here