ইউক্রেনে রকেট হামলায় নিহত বেতাগীর হাদিসুর | Betagir Hadisur killed in rocket attack in Ukraine

0
101

AVvXsEhaXxQPJV2LcOlIPtL4g8wS 4nDWoanmrbm62kNZPmz76DheRAfqD6afJxEBOpzHRHfI5BKNpjxwA kRo1BZ pbynvTCQxwZz 1Hjo2Syx S0Ihwnja7WPpF2aIvIqBJP6dT2d6x8MnjGoFAzgSMgdF

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকি ২৮ নাবিক এখনো অক্ষত আছেন বলে জানা গেছে। তবে সবাই চরম আতঙ্কের মধ্যে সময় পার করছেন।

নিহত নাবিক হাদিসুর রহমান আরিফ বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের মো. রাজ্জাক হাওলাদারের ছেলে।

AVvXsEhRD70btrSbWcx8hVMHnHHNipv9tLLZ26yYhAPF fU738tdkG1NU7ZWZ31ELa60wuSzS9 H86fpPojRbzdJe69NmVi EHnViZB6xsJKzKJCxTXf6Bmh5T7G1C9DFtszi9mCT3hBcjDlGr1ZOe9boyGMEUxFiqwLjMjjin sJOEgXSZwwnpAPd3JJwJE=s16000

হাদিসুরের নিহতের বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে সাজিদ বলেন, ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে। এতে ওই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা গেছেন। বাকিরা ভালো আছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ঘটনার শোনার পর আমি বেশ কবার জাহাজের ক্যাপ্টেন নুর-ই আলম সিদ্দিকীকে ফোনে চেষ্টা করেছি। কিন্তু জাহাজের ব্রিজে আগুন লাগায় এখন যোগাযোগ করা যাচ্ছে না। ফলে নিশ্চিতভাবে বলতে পারছি না এখন জাহাজ এবং নাবিকদের অবস্থা কী। আমরা অবস্থা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

AVvXsEhYuDEmT3ll22aJuCntBV39G1Pg0ix1YvIUEJ6WzWjG39qr0I1o94OtCgqgK5rI5l r gnmCV2r Jeek8hU9xnPVYBKo8SKWWVqigAUmI2zDAtMGfw zSEZlEaCNCPhfuIsyIwx6Aixe5Zd PzdC0s3MtuhT4aKCzgxJCndyiIlTB Xd5GnTHtkYhG=s16000

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি বলেন, ‘জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন। 

ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছার পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here