ইফতার পার্টিতে সালমান শাহরুখ সঞ্জয় এক কাতারে

0
227

ইফতার পার্টিতে সালমান শাহরুখ সঞ্জয় এক কাতারে
Salman Shah-Rukh and Sanjay in a row at Iftar party

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%20 %202022 04 18T154723.363করোনার কারণে গত দু-বছর বন্ধ থাকবার পর এ বছর আবারও ভারতের মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী আয়োজন করেছিলেন গ্র্যান্ড ইফতার পার্টি। সেখানে উপস্থিত সালমান, শাহরুখ, হিনা খান, এশা গুপ্তাসহ আরও অনেক বলিউড অভিনয়শিল্পীরা।

আরো পড়ুন: কিয়েভে নতুন রুশ হামলা, আমেরিকাকে সতর্ক করেছে রাশিয়া

ইফতার পার্টির সন্ধ্যায় কালো শার্ট ও নীল জিন্সে হাজির হয়েছিলেন সালমান। অন্যদিকে কালো পাঠানি স্যুটে পার্টিতে আসেন শাহরুখ খান।

এর আগে শাহরুখ ও সালমানের মধ্যে মনমালিন্য থাকলেও বাবা সিদ্দিকীর ২০১৪ সালের ইফতার পার্টিতে তাদের পুনরায় একত্রিত করেন বাবা সিদ্দিকী। এরপর থেকে শাহরুখ ও সালমানের মধ্যে দ্বন্দের অবসান ঘটে।

প্রসঙ্গত, শাহরুখ খানের আগামী সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় একটি অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আবার সালমানের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’তেও বিশেষ চরিত্রে হাজির হবেন কিং খান।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here