উদযাপনের ফানুস থেকে কয়েক জায়গায় আগুন | A few places from the fan of celebration

0
34

AVvXsEgsO5Ud15rO3NqXfJGg5EXVh IyNeQ2B qJNt2drYaV3CVEdaoxnfc ftymE3wSj 79b6ZdtWOap aT6VyxbMLA2wBtnM2j yJyEqEBGVpDaIxyadJpJr6T0FknxMFvRprfxrqIPiwXEXmiR2OSXNC 5JPgeGG4MgJ6sQW9MTMIdPummP

ইংরেজি নতুন বছর উদযাপন করতে গিয়ে ওড়ানো ফানুসে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব আগুন লেগেছিল সবগুলো আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনগুলো বড় না হওয়ায় তেমন কোনো সমস্যা নেই। এছাড়া উত্তরা এলাকায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, মিরপুর রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানের বিভিন্ন জায়গায় বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়।

রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরো বলা হয়, একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here