করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্তের হার ১. ৮৮ শতাংশ

0
175

 দেশে করোনায় শনাক্ত বেড়েছে

Corona identification has increased in the country

AVvXsEgC91lXpTjNHfm6Bnwbz1Ge9DuOLvmF scy2RJHlz5bjwtuXVFGVTBzUNZ4P69fs9zqSYTEIr0Qqq3mafkTRSyasr2fuSyKV61ymVWnBYlrKKkn OjJQZa JXfdtGBWt1dzNCjXwzf5nD3g 4o1i3ADo3zUMl9w2 ISmlu1Pr0qlnIyUuEqFTnvPE3=s320মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নতুন মৃতদের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১১ জনে।

রোববার (১৩ মার্চ) অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জনে পৌঁছেছে।

এদিকে শনিবার ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আর মৃত্যু হয় ৩ জনের।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৬ পরীক্ষাগারে ১২ হাজার ৩৪৮ নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৬৬ নমুনা।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here