করোনায় মৃত্যু বেড়ে ২১, কমেছে শনাক্ত | The death toll in Corona has risen to 21 and the number has been reduced

0
97

AVvXsEhkMg5DlT NsJ6t4nbL3hDIi5 qlFokpUWqAHtkGzulej3hFax3AnZPyCmO6o46KVT4oYw3yqlNVbb9PxKhC7wQK7AT2R19BmO5GIFQYHLmPnLf gyYIkOUmrvzI9HPFKlqw0yON23iusm5p8mj773QLlQk5VjA5XNe0RhS d

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯৮৭ জনের। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে।

মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জনে। শনাক্তের হার ৭.৮২ শতাংশ।

এর আগে গতকাল শনিবার ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল দুই হাজার ১৫০ জন। শনাক্তের হার ছিল ৮.৭১ শতাংশ।  

AVvXsEjUPCOJBOTtXofG 8NQ8bk03l9hnYV66GMSnlXcXiZ1dQDNDW66TWylO3RgrIFrRkpLYPDueY0WstSY6zKHF10gAzHc17ZC1lw5P 2Ta9J llhgcmxCSXdyoWsCXiANFb77RXzjnhOfqmRBWAKIrMysUCFRd

আজ (রোববার) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৯ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.৮২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪.৬৪ শতাংশ।

AVvXsEi

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, সাতজন নারী। ঢাকা বিভাগে মারা গেছে ১২ জন। চট্টগ্রামে চারজন, রংপুরে দুজন এবং বরিশাল, সিলেট ও রাজশাহীতে একজন করে মারা গেছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম  তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুই দিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here