করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২ শতাংশ | 8 deaths in Corona, detection rate 3.22 percent

0
288

AVvXsEhr8K3HVoM5YO7nAKVfFVg5tb4SVTsX8H8A7npLP0zGenM4zpkAMZsIVdXxepoE1pL6dCPpFkUNkkGQDhbqU5HyLQr3ndyCeAzm5yt

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩২ জন। ফলে মোট করোনায় আক্রান্তের হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩০৯ জন।

আজ বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়। নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৭৯৯ জন।

AVvXsEiIm5ohTOzA2lUaCQ s2y1Q8oulxTTS9 bQGyIEERwIDJ cW4XUHCSdFU3QPueBj6SYlqIj gacN jGyfS1c2mDfjiQDxrm ednAVM64NFMdjEQX REAto7WTK9xhfty MedxwUmwND8wU04St6wnq7y yGwAjDpYWu6U7yeIPqg3IziK68YI pE ej=s16000

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৮ হাজার ৯৪৯ জন। এ সময়ে ২২ হাজার ৭২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৭১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩, রাজশাহীতে ১, বরিশালে ২ ও রংপুরে ২ জন মারা গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here