‘কাজল এখনও আমার সঙ্গে আছে, এতেই অবাক’, বিবাহবার্ষিকীতে অজয় | ‘Kajal is still with me, that’s the surprise’, Ajay on his wedding anniversary

0
98

U8qERfXtIoohzS0Bl3cTGuXXMgsuD SdeU3ii47kc2pWndmtmxgT3 rHNvC9gj Ru2cBVPN4UKk0H6v9W4ERXGnWg2 C6I9MXcVgCG1o0fBOp1LRzfSH94 4advUrqTaS5eG6Px =w640 h367 

বলিউডে অনেক তারকা দম্পতির সংসার ভেঙে গেলেও টিকে আছে অজয় দেবগণ ও কাজল দেবগণের সংসার। দাম্পত্য জীবনের ২৩ বছর পার করে ফেলেছেন তারা। আজ এই দম্পতির বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যম টুইটারে কাজলকে নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন অজয়।

টুইটারে অজয় ছোট একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ভিডিওতে কাজলকেও দেখা গেছে। সেখানে অজয় বলছেন, ‘কাজল এখনও আমার সঙ্গে আছে, এতেই আমি অবাক।’ ভিডিওর ক্যাপশনে অজয় লিখেছেন, ‘১৯৯৯-পেয়ার তো হোনা হি থা। ২০২২-পেয়ার তো অলওয়েজ হ্যায়’! হ্যাপি অ্যানিভার্সারি।’

বলিউড নায়িকা হিসেবে খ্যাতির শিখরে থাকাকালীন হঠাৎ অজয়কে বিয়ে করেন কাজল। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি সাতপাঁকে বাঁধা পড়েছিলেন তারা। দুই বছর পর মেয়ে নাইসার জন্ম। এর পর বহু বছর পর্দা থেকে দূরে ছিলেন কাজল।

বর্তমানে দুই ছেলে-মেয়ে নাইসা ও যুগকে নিয়ে গোছানো সংসার অজয়-কাজল দম্পতির। কাজের ব্যস্ততার পাশাপাশি সংসারটাকেও সুন্দরভাবে আগলে রেখেছেন এই যুগল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here