কেশবপুরে (বাসাসেস)-এর আয়োজনে বসন্তকালীন কবিতা-সন্ধ্যা ও গুণিজন

0
106

 কেশবপুরে (বাসাসেস)-এর আয়োজনে বসন্তকালীন কবিতা-সন্ধ্যা ও গুণিজন 
Spring Poetry Evening and Gunijan organized by Keshabpur (Basases)

275782608 394949905802434 7775525346667118219 nবাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)

কেশবপুর, যশোর আয়োজিত কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে শণিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বসন্তকালীন কবিতা-সন্ধ্যা ও গুণিজন সম্মাননা আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং অধ্যাপক ও কবি তাপস মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খ্যাতিমান কথাসাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ্জ-জামান খান, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ ও বেনজীন খান।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস) প্রবর্তিত  ৯ জন কবিকে জাতীয় কবি নজরুল পদক ২০২২-এ ভূষিত করা হয়। পদকপ্রাপ্তরা হলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি খ্যাতিমান কথাসাহিত্যিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ, চিকিৎসক গাজী মিজানুর রহমান (অনুপস্থিত), কবি বেনজীন খান, বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী (অনুপস্থিত), একাধিক গ্রন্থের প্রনেতা কলামিস্ট সামসুজ্জামান, স্বর্ণপদকপ্রাপ্ত কেশবপুরের জৈষ্ঠ সাংবাদিক মোতাহার হোসাইন, কেশবপুরের বিশিষ্ট সাংবাদিক হাজী রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে কবিতা আবৃতি করেছেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থা (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, শিক্ষাবিদ, কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি, মধুসুদন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট কবি ও মধুসুদন গবেষক খসরু পারভেজ, কবি ও গবেষক ইব্রাহিম রেজা, কবি ও শিক্ষক আবু হাসান সরদার, কবি মকবুল মাহফুজ, কবি প্রনব মণ্ডল মানব, কবি নয়ন বিশ্বাস, কবি অর্পিতা মজুমদার, কবি কানাইলাল ভট্টাচার্য, কবি নজরুল ইসলাম খান, কবি মাসুদা পারভীন বিউটি, কবি রিয়াজ লিটন, কবি আদি সানাম, কবি প্রসেনজিত তনু, কবি এম জি মহসিন, কবি মুনছুর আজাদ, কবি মাহামুদুল হাসান, কবি গোলাম রাব্বানী, কবি দীপক বসু, কবি মামুন আজাদ, কবি কামরুজ্জামান, কবি শাহিদুর রহমান, কবি বাশার মাহফুজ, কবি তৃষা চামেলী, কবি  আমিনুর রহমান বুলবুল, কবি সালমা ইসলাম, কবি ইমদাদুল হক ইমদাদ, কবি ও সাংবাদিক আবু হুরায়রা রাসেল, কবি ও সাংবাদিক কামরুজ্জামান রাজু। 

 পারভেজের সক্রেটিসের সাথে ও

আবুু হাসানের থাইল্যান্ড থেজে ফিরে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানটি কবি, কলামিস্ট ও গুণিজনদের মিলনমেলায় পরিনত হয়।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here