ক্রিমিয়া ছেড়েছে সেনা বহর, ফের জানাল রাশিয়া | Troops leave Crimea, Russia says

0
192

AVvXsEjkqA6TEAP M0t4WNm2c5bNU8bycz wJERJ9APjrXemMZnOMG1tIA2unapaGY28FyeMQWAFgAKP0D8xbGmXtWjVCkK n1zYyOAmwNQRIq76s36oo2E5b0T 0OCW8ObuXYkxQVo0G9r069SErD7RfeULOQ3eBv1 a h1dsLFBf oq38VFd5r9nnybEUY=s16000

ক্রিমিয়ার পেনিনসুলা থেকে সেনা বহর সরে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। 

পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে সীমান্ত থেকে রাশিয়া সেনা সরিয়ে নেওয়ার  যে কথা বলছে সেটি সত্যি নয়। তারা আরও দাবি করেছে, রাশিয়া উল্টো সীমান্তে সেনার সংখ্যা বৃদ্ধি করছে। 

আর পশ্চিমা দেশগুলোর এমন সংশয়ের মধ্যেই  নতুন করে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানান হলো ক্রিমিয়া থেকে মহড়া শেষে সেনারা সরে গেছে। 

বৃহস্পতিবার বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ার কৃষ্ণ সাগর থেকে মহড়া শেষে সেনারা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে। 

AVvXsEjUop2v7X5Q3sLlv1IUzt8Pz5TseXm9j7LK9Mw2Ami0pfWL0azVN5hxX8G3xqDPuDXXdCw82n2nxvZemTuUm0F6OpuMT7FSa3YqJctitpzJNT9I47t5tqA4o9FLnt9nrLYbYLWl77scXE M51cu3bbUCmnuf7UG0nszqvQV cVMeJKP2EbDP8Hr4nEd=s16000

বুধবার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো প্রমাণ তারা পাননি। তাদের পক্ষ থেকে দাবি  করা হয়েছে, রাশিয়া সেনা প্রত্যাহারের কথা বলে উল্টো সীমান্তে নিজেদের শক্তি আরো বৃদ্ধি করছে।

দুই পক্ষই আশঙ্কা করে বলেছে, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করবে। যদিও রাশিয়া প্রত্যেকবারই হামলা করার বিষয়টি  অস্বীকার করেছে। 

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here