খারকিভে রুশ ছত্রীসেনা নেমেছে, চলছে লড়াই | Kharkiv Russian paramilitary forces have landed, fighting is going on

0
122

AVvXsEj0hrhNauY73M5RfYfA6SYZZPiYk1zFgaY kAeqSvzqOOB1sxUsqYesT4wxBpBEVyAXO9gQL0JdBHV05XE9uCUiWVeleHBJBUm GtP5YnuBMxG0Ev5EdXhakaUV64JUIbuqJR1Rd0UdrpScF21F9eeuKbz HHxkkJuzUh1uqvXcZOYJgyY3tu

ইউক্রেনের অবরুদ্ধ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আকাশপথে রুশ হামলা শুরু হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। রাশিয়ার ছত্রীসেনারা (প্যারাট্রুপার) খারকিভে অবতরণ করেছে। অবরুদ্ধ খারকিভ দখলের চেষ্টায় সেখানে রুশ ছত্রীসেনাদের অবতরণের আগের খবর ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার সকালে নিশ্চিত করেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর মতে, খারকিভ এবং আশপাশের অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করার পর রুশ বিমান সেনাদের হামলা শুরু হয়।

তাদের বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ার সেনারা একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে আক্রমণ করেছে এবং সেখানে লড়াই চলছে।

AVvXsEjDZR5jiJvHEFymxfEpHd iyFaPDMT5Rx6ggW8rCwpsc92McixTREAPtQbZsaNRI6vXFiCmtZqrJCVsFcTVsu pvmvuj18MoQo6pkEy3NkHTG4DtZBjJFh

মূলত রুশভাষী শহর খারকিভে এখন সকাল পৌনে সাতটা (বাংলাদেশের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। ) গত কয়েক দিনের বেশির ভাগ সহিংসতার কেন্দ্রস্থল খারকিভ। মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের এ শহরের স্থানীয় সরকার সদর দপ্তরে আঘাত হানে। এতে অন্তত ১০ জন নিহত হয়। সেদিন শহরের অন্যত্র আরো কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি খারকিভের বেসামরিক এলাকায় রাশিয়ার হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।  

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here