খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সভাপতি সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুল গনী’র সাথে উপজেলা নেতাকর্মীদের মতবিনিময়

0
241

 খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার সাবেক সভাপতি মেয়র পদপ্রার্থীর সাথে উপজেলা নেতাকর্মীদের মতবিনিময় Khilafat Majlis exchanged views with former president and mayoral candidate of Bishwanath Upazila

%E0%A6%A6%E0%A7%88%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%20(3)খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সভাপতি বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রর্থী আব্দুল গনী’র সাথে খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলাও পৌর  শাখার  নেতাকর্মীদের সাথে মতবিনিময়

(২২ মার্চ) বিকাল ৪ ঘঠিকায় মজলিস মিলায়াতনে সভা অনুষ্ঠিত হয়। 

 সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ও  বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান  এর পরিচালনায়। 

 

প্রধান অতিথি হিসেবে  উপস্থিতি ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাও, মখলিছুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সভাপতি ,আগামী নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রর্থী যুক্তরাজ্য প্রবাসী মোঃআব্দুল গনী,তাহার বক্তব্যে বলেন

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

দ্রব্যমূল্যের বাজার কঠোর হস্তে নিয়ন্ত্রণ ও জিনিস পত্রের দাম না কমালে মানুষ জীবন বাঁচাতে চুরি ডাকাতি ও খুনের মতো অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পা‌রে। এতে সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং মানুষ যাতে বাঁচতে পারে সে উদ্যোগ গ্রহণ ক‌রে বাজার মনিটরিং করুন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উর্দ্ধগ‌তি নিয়ন্ত্রণ করুন। বিশেষ করে রমযানের পূ‌র্বেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূ‌ল্যের উর্দ্ধগ‌তি নিয়ন্ত্রণ করুন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর সভাপতি শায়েক আহমদ সায়েফ,

উপজেলা সহ সভাপতি মুফতি শিহাব উদ্দীন,সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মহসিন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক  মোঃরফিক আহমদ রাজু,প্রচার সম্পাদক আনহার বিন সাইদ, নির্বাহী সদস্য মাওলানা ইমদাদুল্লাহ,দেওকলস ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রাশেল শিকদার,

লামাকাজী ইউনিয়ন সভাপতি মাওলানা লুৎফুর রহমান, অলংকারী ইউনিয়নে সভাপতি মাও,মজদুদ্দীন মাজেদ,লামাকাজী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক  সালেহ আহমদ, মুফতি আব্দুল কাইয়ুম জিহাদি,  মোঃকামাল উদ্দীন আব্দুস সালাম,মোঃএনাম হোসেন,মোঃরমজান আলী মোঃঝুমন মিয়া,প্রমুখ।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here