গায়ে হলুদের ছবিতে চিত্রনায়িকা মিম | Actress Mim in the movie Gaye Halude

0
113

মঙ্গলবার (৪ জানুয়ারি) সনি পোদ্দারের সঙ্গে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এদিন সন্ধ্যায় নিজের ফেসবুকে বিয়ের বিশেষ মুহূর্তের বেশকিছু স্থিরচিত্র দিয়েছিলেন মিম।

ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তরা যেন হুমড়ি খেয়ে পড়ে। মুহূর্তেই বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের হট টপিকে পরিণত হয়েছে সেগুলো! আপলোডের পর মাত্র ঘণ্টা তিনেকের মধ্যে ছবিগুলোতে রিঅ্যাকশন ২ লাখ ছাড়িয়ে গেছে!

AVvXsEiPlZzON fdLOF76JLgdETqxGoTfOvrHcqZWoYSuoXviMqplDN1hKRkVB0h81OefU wNu409j2yC4C Qu86016W V9Tn9IQzBL6zJFatMJan2lbMdh0boP jQI nzPL2 jTHVdl7hW8ZmKmpLNPNRWQkgJmGZmst6ir8AOaLI2PLTMPEXuXAJr0JHH4=s16000

প্রতি মুহূর্তে রিঅ্যাক্ট বাড়ছে ঝড়ের বেগে। বোঝাই যাচ্ছে, এমন রূপে মিম-সনির বিয়ে দেখে মুগ্ধ নেটবাসী।

AVvXsEjBqkvfll1uDj2cNCixrpnBvuPm RwS06jdkUtWuTxqHu7xOWUq2cp2SO4Vr06ONYyakAbwO 17jkJt8UlmPbQSOPau90Jo5Fc3vgZaCRwAcqQUrEtTLZQ8Yi6g h1uZJ3k57LzG3tN1 iGcYXcrAu9uqRWJP27fEr4QJZBBrczyefH4VgoWe2Hqpdh=s16000

এবার মিম তার অফিশিয়াল ফেসবুকে দিলেন গায়ে হলুদের বেশকিছু স্থিরচিত্র। বিভিন্ন মুহূর্তের সেই ছবিগুলোও লুফে নিচ্ছেন ভক্ত অনুরাগীরা। ঘণ্টা পূর্ণ না হতেই এরইমধ্যে মিমের গায়ে হলুদের ছবিতে রিঅ্যাকশন ছাড়িয়ে গেছে ৪২ হাজার!

AVvXsEggRLkmPEZO D1rxrGCLjlbhEMLDkTZwMQaP3 XlrK8xN835kJYJmsI4iKHCrtMJJI8Pf83QD9UXuFGuFIXK489GdtpfplJGH5Xhi22PGqVudGeSIRc8kr3GpQAR2xLIhEGZt70AFPm0ZRWR6V6s09lDqmTK5TvfBHhLR8Rc4Y8oAL4I X 6AQwYt7R=s16000

শুভ কামনা আর অভিনন্দন বার্তায় ভক্ত অনুরাগীদের অসংখ্য মন্তব্যও চোখে পড়ছে। এদিন গায়ে হলুদের ছবি দিয়ে মিম ক্যাপশনে লিখেন, ‘ফুল , স্নিগ্ধতা এবং গায়ে হলুদ’।

AVvXsEhqv10Kpj DLMZyJoLHVYt uAkWKudqmiikhyzz239vPP9k6Z9bGz8kaK9jTvUmSISg7aqa7xHGNai4Yd7O5dYLSx5EJyvNjzOEYKHvAHrox7mkg5b WdrcOP6wwhjoyXA1NaGRHpldqpDjW5szLCV3IjOGIrZIHPyIPT9AaxD6pSR8q6LvO SOTEww=s16000

এরআগে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ের ছবি আপলোড করে মান্না দে এবং লতা মুঙ্গেশকরের গাওয়া ‘কে প্রথম কাছে এসেছি’ এর চার লাইন শেয়ার করে শুভ কামনা প্রার্থনা করেন মিম।

AVvXsEjGcDNksF0xa8SPx1S5vwbM0fgjj09Z K8RIO5JIfHwzigkmzeIAlS6miCO2ym6WQKu 0QT3wN8aUUyad z6zKRXb07VV2ePgmtA N2wE7HF8UEA

তিনি লিখেন, ‘শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।’

AVvXsEjnUxTMIf4WlgahSVfAJVDjDi0bIMIvERvAtbMxu1sSnBSl qOyLGNQ6AjE1tS2Gb6o77DaNPLa2QDEeBEOYecZen9 ggZUqYaiP3Cmugg2 UUd9RrsbRC0duIqQowzLn8CXQApWr4P5HmcRuV5w4BaLpIPa4OJa5IajImzw5Cnb11 WFzQuLcWy5jk=s16000

গেল ১০ নভেম্বর জন্মদিনের দিন বাগদান সেরেছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। এবার তিনি শুভ কাজটি সারলেন।

AVvXsEgYOBS54R2QSyRxk7p kVlWKLodwi M0gOi

মঙ্গলবার দুপুরে ধুমধাম আয়োজনে সিঁথিতে সিঁদুর পরেন ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার এই নায়িকা। সনাতন ধর্মরীতি মেনেই বিয়ে হয় মিমের। শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পান।

AVvXsEjAI3UOMOuxFIi6McV67v0ysOHGYaWCtr 1jSiHOGYYqr9cYpAiOQUE8DLiv 0Jr6wYAlm1HBtzpQTtFa61Njajxt2cMN5rh3sCbU2ePEDRD7sISOE9tlIMnrK93 1obApaROLXnhfcVIwlyYG Uj2EOiZVwXC0VB S P8J64Jk3GnHSjC35Ff1SLfH=s16000

মিমের স্বামী সনি পোদ্দার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তার বাড়ি কুমিল্লায়। ১০ নভেম্বর জন্মদিনে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে মিম ও সনির দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here