চুয়াডাঙ্গায় স্কুলের সামনে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা | SSC examinee hacked to death in front of school in Chuadanga

0
160

AVvXsEgTPHf9O3rxb0ExCwWBWtnpi5BooUjgIBY3DbAXhB7FIxFZLumRHBpidBeR7oL39hWIpAzg40MGko4jD76TtTYMuDfhA9kXqOiWRYmqPDNsOUhmc1xbhbT PVSH3LkGk4rUrJMK AVmDTir5GzfMyuCXUoFn2ffzGk2EjibLi0f5Oqw xSao L JZoN=s16000


চুয়াডাঙ্গা শহরে বিদ্যালয়ের সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মাহবুবুর রহমান (১৬) শহরের আল-হেলাল মাধ্যমিক ইসলামি একাডেমির শিক্ষার্থী। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় বলে সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান।

বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর তাকে হত্যা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিপন আলী প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, অনুষ্ঠানের পরপরই ধারালো অস্ত্র হাতে তিনজন বিদ্যালয়ের সামনে এসে তার হাতে, পেটে ও মাথায় কুপিয়ে চলে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ হত্যাকাণ্ডের কারণ বা খুনি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। তবে খুনি ধরার জন্য অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here