ছবি তুলতে গিয়ে আগুন ধরে গেল চুলে, অল্পের জন্য রক্ষা তরুণীর

0
58

 

E0 A6 86 E0 A6 97 E0 A7 81 E0 A6 A8 20 E0 A6 A7 E0 A6 B0 E0 A7 87 20 E0 A6 97 E0 A7 87

ছবি তুলতে গিয়ে আগুন ধরে গেল চুলে, অল্পের জন্য রক্ষা তরুণীর

মোমবাতির পাশে ছবি তুলছিলেন এক তরুণী। মোমবাতির দিকে একটু বেশি ঝুকে যাওয়ায় তার চুলে ধরে যায় আগুন। বন্ধুদের সঙ্গে আনন্দ হঠাৎই বদলে যায় বিষণ্ণতায়। তবে সবার সহযোগিতায় অল্পতে রক্ষা পান তিনি।

ব্রিটেনের বাসিন্দা ওই তরুণীর নাম ফিয়না ইয়ং। ঘটনাটি ঘটেছে লিভারপুলের একটি বারে। টেবিলে রাখা একটি জ্বলন্ত মোমবাতি থেকে আগুন লেগে ওই দুর্ঘটনা। 

ফিয়না নিজেই ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, ওই বারে তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন। সেখানে ছবি তোলার সময় তিনি কিছুটা ঝুঁকে যান। তখন পিছনে থাকা জ্বলন্ত মোমবাতিটি তিনি খেয়াল করেননি। মুহূর্তের মধ্যে তিনি কিছু একটা পোড়ার গন্ধ পান। তখনই দেখেন, তার চুলে আগুন ধরে গিয়েছে। অন্যদের সহায়তায় আগুন নেভানো হয়। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। তবে তার চুলের বেশ কিছুটা অংশ কেটে ফেলতে হয়েছে। পরে ফিয়না বলেন, ‘‘বেঁচে গিয়েছি ভাগ্যের জোরে। এক সেকেন্ড আগেও ছবিটা অন্য রকম ছিল। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ।’’
তবে ফিয়নার ধারণা, তিনি এবং তার বন্ধুরা যদি অতিরিক্ত মদ্যপান করতেন তা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here