জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা | National Film Award: Best Actor Siam, Actress Dipanbita

0
129

AVvXsEh9JJ58VWzfofXE9KPICPvK6N9HtVFJ9X22qKu3JxX7BU7pgjumIJgt0Fm CpAro8DeM4p0F tGWBKSVJ1HO 6mBvlUYiXRClX6o o5 IflLi2X4nVGN4sq09MUqBkDdyVjJA1MeosBC

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার মোট ২৭টি বিভাগে ৩০টি পুরষ্কার দেওয়া হচ্ছে।

এর মধ্যে তিনটি বিভাগে যুগ্মভাবে পুরস্কার দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।

AVvXsEgjQcoe VB7xi85OcDAyfUAPhgma3YNspJarWuKPq0jCwNvikwQ5Rk2OVpYg6VGIG724ql5aQtj0PHRWe82oL Zw qM6uyscJMbpDf8un4NGN nFhjy97H2JCbBhWLb 2c WtA jhL5N1Cljs9zP10d Jl3YhsgK4nbHy1o9IuIdqjupf5d0Q wAZNo=s16000

এবার যৌথভাবে শ্রেষ্ঠ সিনেমা হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ থেকে চিত্রনায়ক সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ থেকে চিত্রনায়িকা দীপান্বিতা মার্টিন হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী। সর্বোচ্চ ১১টি পুরস্কার পাচ্ছে সরকারি অনুদানের সিনেমা ‘গোর’। আর একই সিনেমার জন্য ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ৪টি পুরস্কার পাচ্ছেন গাজী রাকায়েত।

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।

AVvXsEjR6nXE5xmB8AHO JoB5Na5iIIl4HmBu hq1woKLkQoflb9sI0u2FOaF5QuDLMbAQOEjqFY7 tr4H75w68w4MTqQzXW7pFRCz8svUbByvcG GD21e6geEwc3tQ 1iwjHZlYHnIMktmlwK5nYfJ9FlBkdP7I2VSqo7FC3vNC7lXJ kjuy8JRG01cBggh=s16000

এছাড়াও যারা এ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন তারা হলেন-

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক – গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা – এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী -অপর্ণা ঘোষ (গণ্ডি)

শ্রেষ্ঠ খল-অভিনেতা – মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর) 

শ্রেষ্ঠ শিশু শিল্পী – মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)

শ্রেষ্ঠ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক – বেলাল খান (বিশ্বাস যদি যায়রে…)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক – প্রয়াত মো. সহিদুর রহামান (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ গায়ক – মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ গায়িকা – দিলশাদ নাহার কণা (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী]) এবং সোমনূর মনির কোনাল (ভালোবাসার মানুষ তুমি… বীর)  

শ্রেষ্ঠ গীতিকার – কবির বকুল (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী]) 

শ্রেষ্ঠ সুরকার – মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে…[বিশ্বসুন্দরী])

শ্রেষ্ঠ কাহিনিকার -গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার-গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

শ্রেষ্ঠ সম্পাদক – মো. শরিফুল ইসলাম (গোর)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ (নিয়াজ) [গোর]

শ্রেষ্ঠ শ্রব্দগ্রাহক- কাজী সেলিম আহম্মেদ (গোর) 

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা- এনামতারা বেগম (গোর)

শ্রেষ্ঠ মেক-আপম্যান- মোহাম্মদ আলী বাবুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here