ঝিনাইগাতীতে খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটির ৩৮তম যুব সম্মেলন উদযাপন

0
137

 

%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%96%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%20%E0%A6%8F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%20%20%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BE

ঝিনাইগাতীতে খ্রীষ্টিয়ান এন্ডেভার  সোসাইটির ৩৮তম যুব সম্মেলন উদযাপন 

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ- গোষ্ঠির খ্রীষ্টান এন্ডেভার  সুসাইটির ৩৮তম যুব সম্মেলন উদযাপিত হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার  উপজেলার কাংশা ইউনিয়নের গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খ্রীষ্ঠান এন্ডেভার  সোসাইটি জিবিসি বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। ” ফলবান হও ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে এ যুব সম্মেলনের আয়োজন করা হয়। 

AVvXsEgEOyLAtAX x QZpTIh4ZtAGAYbbdhxuiKFqZlPF1QzhFJwdtgrbe4fE6876cUuEqqXaoG6bJVq4iEUA7azl5t5vFwrACC S08 Ec0pUFPfeiuMFwW1g5 J2aXbYVI6JH05vOg FHPnnLxGRBrX4wwvLyxqfuesMivfn7hKkDeWKKuSOzUfFZ23Ajrk=w612 h275

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ি সার্কেল আফরোজা নাজনীন,   ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী উপজেলা ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা,সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল কবীর।

 খ্রীষ্ঠিয়ান এন্ডেভার সোসাইটির সভাপতি মি,জেমস যিদিয়েল রেমার সভাপতিত্বে ও সুরঞ্জ দিবরার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জিবিসির সভাপতি পঙ্কজ মারাক, জিবিসির জেনারেল সেক্রেটারি অভয় চিসিম,কেন্দ্রীয় ট্রাইভাল  ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা,  ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান মি, নবেশ খকশী প্রমুখ।

AVvXsEgMWDn9wFC2uxGmR3LNcQ9bblAIYs75PTWIyyoo9ISlkVtk4yyxKgr0LijIbgE8f5JVn9OERqmWTRY05NhDP8CALY3jBXqbqmBj4GpJOQHWBQfnVw7oiNmN9RYTEbs 4bRSlk4TkaIn3 4hDuGIGfSTc4obaosGQYpnkoKrxgcBa7miC49CljKiRZeJ=w628 h283

 এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, ওসি তদন্ত আবুল কাশেমসহ জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক ও যুবতীরা।  শুরুতেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের নৃত্য পরিবেশের মাধ্যমে ফুলেল শুভেচছা জানিয়ে  অতিথিদের বরন করে নেয়া হয়। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here