ঝিনাইগাতীতে ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

0
134

 

%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%20%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2%20%E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F

ঝিনাইগাতীতে ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলহাজ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর গ্র্যান্ড ফাইনাল  অনুষ্ঠিত হয়েছে। ২০ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩,৩০মিনিটে খেলার উদ্ধোধন করা হয়। 

AVvXsEh4SyDHFGEPapG3wmeGPFm qLz074pCCTM4vZxcV8PC75ZtyfuTPPi24UvVxaTg80jGupJ8B9pxeMaOYUayKAKnLkkbuNtWTKtbpj8ZM2N50W1Yiv6ZhWkyzg4nsvqYsfBZSPPnXrQsbk9m9IRnP967y15R6ShRBrmHTnKSlP0oMtPL JlABl1proZh=w539 h405

ঝিনাইগাতী ইয়ুথ ক্লাবের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খাঁন শাওন এর সভাপতিত্বে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফারুক আল মাসুদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। 

AVvXsEh3aVJsPHhv3GE8TE74K vMtcDNYGSd77VvvYertMn 7bHJYpWo HZoT ibuyEGNSlItx8CB70Nqov4JXuhPOsLBDdEWcxZrxXfmuFjhFiC5g1Osu5EPSNP0WpHnPpRfD GPhf O9TRVbNk4MS ev52M2YvAZKitkfncxygDW1Rr7s1CZWw4 kgno5R=w570 h321

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, জেলা পরিষদের সদস্য আবু তাহের, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ এ.কে.এম বেলায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, শাহাদত হোসেন, মোজাম্মেল হক, রুকুনুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ প্রমুখ। 

AVvXsEhbw8GQ3yr8cg ptTzwbhpqDX8j17Adfu 3jbZ8kx GgZv7D2ndMVgVFM9uKAJFuyO 6ok0QNK4IgZdEGY3DpF7bz4ZmkuuNxc1L2AP8JVEE4NaSfKGno6N3A6dmUqn3 zK uuNmRS3Akj0gmqlZreXxXJAZnynOqohndOs2MLWvWXd rKPHRP CIz0=w588 h331

মাসব্যাপী এ খেলায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশ গ্রহন করে। ১২টি দলের চুড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ড পর্বে বা গ্র্যান্ড ফাইনালে শেরপুর একটিভ ক্লাব ও সানসিটি ক্লাব, বকশীগঞ্জ উর্ত্তীর্ণ হয়।আজকের গ্র্যান্ড ফাইনাল খেলায় শেরপুর একটিভ ক্লাব বনাম সানসিটি ক্লাব বকশীগঞ্জ। উক্ত খেলায়  ভাষ্যকার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, আশরাফুল হোসেন ও সোহেল রানা। 
উক্ত খেলায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শতশত ক্রীড়ামোদীগণ এ খেলা উপভোগ করেন। 

উক্ত খেলায়সানসিটি ক্লাব বকশীগঞ্জ ১-০ গোলে বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here