ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪

0
232

 

%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F%20%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%B8%E0%A6%B9%20%E0%A6%8F%E0%A6%95%20%20%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ এক  যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪

শেরপুরের ঝিনাইগাতীতে ৮৫ বোতল ভারতীয় মদসহ রতন আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৪ জামালপুর। ২৭ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা সদর ইউনিয়নের আহাম্মদ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

AVvXsEjQxLCA4eJAHpoNE7CmLpDefwkBYznv0TmPvuy nUlfRl2hdkojoJUt2EKxQSQUF2lbUHK8dLOWuNxL D30lBWZk1oGoyzauwC9CZLKeJ97RE8IwNiLpxi1xL1mBIUE59RvFSWJHKu75Bjp3WSKnasq3nqbIVOT8QEEscttTju5jbNHTxqH6tS3Nfsz=w406 h342

রতন আলী পার্শবতী  নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।  জানা গেছে, বৃহস্পতিবার  জামালপুর ভোররাতে র‍্যাব ১৪ কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী এম.এম. সবুজ রানা এর নেতৃত্বে, এবং সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল  ঝিনাইগাতী উপজেলার আহম্মদ নগর মামুন তালুকদারের মৎস প্রজেক্টের  সামনে পাকাঁ রাস্তার উপর 


অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার 
করা হয়।এসময় তার কাছ থেকে
 ৮৫বোতল  বিদেশী মদ,

নগদ-৫শ টাকা এবং ১টি মোবাইল সেট সীমসহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের
আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫শত টাকা। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়,সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী এম,এম সবুজ রানা।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here