ঝিনাইগাতীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নতুন জামাইয়ের মৃত্যু

0
150

 

%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%20%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%20%E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87%20%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8%20%20%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ঝিনাইগাতীতে শ্বশুর বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নতুন  জামাইয়ের মৃত্যু 

শেরপুরের ঝিনাইগাতীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৭ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের কোনাগাও গ্রামে এ ঘটনা ঘটে। সুমন উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্দিগাও গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই মাস পুর্বে  কোনাগাও গ্রামের মিষ্টার আলীর মেয়ে মিষ্টি আক্তারের সাথে সুমনের বিয়ে হয়। গত কয়েকদিন আগে সুমনের স্ত্রী মিষ্টি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসে। 

AVvXsEg9MOzH7cSeqquaZqM6g8r9CXxUWG2zOSmdgg3UAB AQ5Xo2Gqj1lb4onGKZrHQGsi7UgNl3u4FmOGSU CSfTDcpnWN I0BiG elxETdydnKHujSA3jy6AmoE HzdsrhYZVMC5uhwAcSe TfwINqn3nbrOAgtRsXL4lNzfYsUG5WxLdYMq9p5V9X E=w614 h345

গত ৫ অক্টোবর রবিবার সুমন মিয়া আসে তার শ্বশুর বাড়িতে। শুক্রবার দুপুর ২ টার দিকে সুমন মিয়া অন্যান্যদের সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। অন্যরা গোসল করে বাড়িতে আসে। বাড়িতে  সুমন মিয়াকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন সুমন মিয়াকে খুজতে পুকুর পারে আসে। ওইসময় পুকুরের পানিতে সুমন মিয়ার মৃতদেহ ভেসে উঠে। 

পরে বাড়ির লোকজন সুমন মিয়ার লাশ উদ্ধার করে।  খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন এ  বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here