টানা পাঁচদিন করোনায় মৃত্যু ৩০-এর ওপর | About 30 died in Corona for five days in a row

0
29

AVvXsEhV3bQlPHB8wf68n3tSO54hGBIlZ0bX1Dv5s UbAUkyVaAC9qcFg IuCpxsK0CCPBJuTxB7IgK4Ml yNqHfiYVdL3oXAZzxhJLJCi6V BMiXobdcwEic9CbjQ dYh6MawW Xkzn1jS2bK36bzKsDl1kz205BIR8 SnQYK25iwGtvIMlZw5SQtXRNkJE=s16000

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৫২৪ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৯ হাজার ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৯ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

AVvXsEg6Ka S5TyM l3XvkSMjKoTrpeRUydV yhLmZP mAISTuhj2T FWYietZkpz9l13qPttuou7WLrUqIDWGYzNYSwD3kf4fcFwoyfjkN33gVEl5vMNHIHVzrARIOj24nC4sOv0UXxeW7USetAq74hsSZ PHflzSbZ Yxg3msHJiXX7AUZDKNV7kJN4kv =s16000

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী।

তাদের মধ্যে ১৭ জন ঢাকার, ৫ জন চট্টগ্রামের, ৩ জন সিলেটের, ২ জন রাজশাহীর, ২ জন খুলনার ও ১ জন বরিশালের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জনের। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here