ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ

0
308

 

AVvXsEggtC76 MplYaSLCEP2U497I AZMk fnMGynNb7LI3ffFkqDvTMPZFwmFbDQ2iDcIMBfJLpk93Rk340Lxa8BFeEIF fr970U3zHZqWe19vxGs3RK02JJAWWQUgmNJHlDzaBMLjU5W cZ0ls14e4ght6rfKMXdImJKchO TvjHqP3kfx8yzhoqS EGpv=w637 h358

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান পাট ভাংচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং ভাংচুরসহ দু’পক্ষের লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

AVvXsEgwp8 wcbBdusy3d5JMNXhPrggBGkMOdIh geMcq4FGbjI7 CccEXdJhv3ACaJP5ZJ8Bc DNRuiTEU Fs8k6I0GI6nydXEfRSVQMWhPfI0 q 9XPeKurH6MePR4YpexhJgFa1ldg5Gdtvlte7nq55f7CVYfJq Olub R9PIWC1A4Bjnny5dHuCkGvUz=w566 h315

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনো হতাহতের সংখ্যা  নিশ্চিত হওয়া যায়নি। 

AVvXsEiB3UQe6CA542j5Eat0uxSb9XNy NuQiKUiAfNV k8CfzpIDD7gJZKw6uj0Exq RHUqE3ZBf9plYKg3QPA59AEeSkZ7ReK9ywMHkUlCvijItkOdavzsYLNWO33WtFt ORZzUBLuW JRc1d5Xs5i0 oISjj 7CU8WTjdcx3OgtLQPCib13v2cH9Kt9tZ=w585 h322


জানা যায়, আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামসহ দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।


সম্পূর্ণ ভিডিও টি দেখলে বুঝতে পারবেন ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দু’পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here