ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচে হেরে গেলেন ব্যারিস্টার সুমন !

0
80

 

AVvXsEit6zp GgLK0xTDIujty3J9SmzAYD3ckO9NYkKhsGx4z2m93FEgv p8jGQbKQocX3OtitUbQ0brsxTjkVmLcfZhxDO4GMiIOYylLe5liVGwAl 5rABNcEbQGc54hYP9 slheaBcGHwMiKVpkqUOwQtKOLVUWJqMkj4obSicVdweJbGL ucSeo5 Cqfc=w644 h362

ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচে হেরে গেলেন ব্যারিস্টার সুমন ! 

ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচ খেললেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমী টিম। শুক্রবার বিকেলে সদর উপজেলার সুগার মিলস জেনারেল ক্লাব মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। 


ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে সুগার মিলস কলোনি টিম ১-০ গোলে জয়লাভ করে। পরে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী। 

AVvXsEhV0qP0gmbMmeEngTmkBZ0AEoCeHpJTnMFT0PUXdi6dj6uqAcjPrbmpe mSGjnt1TYrjZQ5v27Ff5j4oE3nazenXuv2aF9r gpKNKw CLS3kWYsW0H2RgGerB3VvCPB6kUes6cP3ZGLjMAJZzHZlzAUBVAga s4M0p2xaD5ho4CCGpRtrj0ZLM ETO=w618 h348


বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু। এ সময় চিনিকলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। খেলা চলাকালীন হাজারও সমর্থকের ঢোল নামে। বিশেষ করে জনসাধারণ ব্যরিস্টার সুমনের সাথে ছবি ও ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পরেন।  


জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, ঠাকুরগাঁওয়ে ২ দিন থেকে অবস্থান করছি। এ জেলার মানুষজন যে এত ভাল, অতিথিপরায়ন সেটা জানা ছিল না। ঠাকুরগাঁও জেলা ঘুরে দেখেছি, এ জেলার মানুষজন খুবই শান্তিপ্রিয় মনে হয়েছে। তাদের দেশে মনে হয়েছে ব্রিটিশদের মত। 

AVvXsEhmDw9hH5jET3MPzMa4mqIosu2k79IPaO4ItgNq4wb6cTz2yRBqFDFEVuNjGAbA8CpDwMIg4KoPMKcdHLAN4Uio RnES64eo5pvCSU9Noev9ZW6r7Jgd5LeGJedAOVsI3tHEPBvMm XHxUcUPxc7SWIZEP8CjQISCYvCSRaFlWiY4d a0f7A9294CZL=w395 h486


এ জেলায় একটি পুরাতন বিমানবন্দর রয়েছে। সেটি চালু করা জরুরী। কখনও দেশরত্ন শেখ হাসিনা আমাকে যদি জিজ্ঞেস করে তুমি এমপি চাও নাকি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাও, আমি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাইবো। 

ফুটবল খেলায় হার জিত কোন ব্যাপার না কিন্তু বর্তমানে দেশের ফুটবল যে আইসিইউতে ঢুকে গেছে সে জায়গা থেকে উত্তরণ করতে ভুমিকা রাখতে হবে। ভবিষ্যতে এ জেলার মানুষজনকে তার নিজ এলাকা সিলেটের হবিগঞ্জে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here