ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, রবি ফসলের ক্ষতির শঙ্কা | Hail in Thakurgaon, fear of loss of rabi crop

0
271

AVvXsEi0d7C 0peNi6Kj12SIbF gK a7KMzelKAi6MgTU9lwnnEagDRoh0q6nivPgo6J2kxS4dgQ6tEHGxuRalZXUAxi2uTaARAdcaZGL6 BnM0uky9ojwL2TLA2Gw3oq8GNO4kDP RmiMF6CSUiwlkf3kfoNw k4uFIwLc2tPQTmbFIRG1W4wDOfKGLR5P8=s16000

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হঠাৎ শিলাবৃষ্টিতে আলুসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার। সোমবার ২১ (ফ্রেরুয়ারী) বিকেল সাড়ে চার’টার সময় এ অঞ্চলে হঠাৎ মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়।

জেলার রুহিয়া থানার রাজাগাঁও, সেনুয়া বড়গাঁওসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। এতে আম গাছের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

AVvXsEh9y 5MDVl0sCVtHr2eY3WOJmT7K2lW05M6tuzwQ IREA25d0qkDO bN9XusZ zoFXc v6Xn1VpTXsR4LE30qh1KWseb97ItmgBWgbLPfYdRbFAr7V mK9FxUH4HhqgTp 474YQpgQSWy8vEfdjja9p3qcDQRBQn0XvEWSNDpRTt3ZlcONn0y63zDEv=s16000

জানা গেছে, ফাল্গুন মাসে পিয়াজ, রসুন, আলু, সরিষা, গম ও আলু উত্তোলনের মৌসুম শুরু হয় সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে। এ সময় পিয়াজ, রসুন, আলু, গম, সরিষা, শীম, মিষ্টি কুমড়া, ভুট্টাসহ নানান রবি শস্যে ডুবে থাকে চাষাবাদের জমি। বর্তমানে এসব ফসল ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা। এমন সময় সোমবার বিকেলে হঠাৎ জেলার আকাশ কালো মেঘে ছেঁয়ে যায়। শুরু হয় মেঘের গর্জন। এরপর মাঝারি আকারের শিলাবৃষ্টি শুরু হয়। চলে দীর্ঘ সময়।

AVvXsEjj QDsHokudkDuIj5EmTSDB2R ZdUvNlM2iIDUHdUP43E0GlE0P92ltGw7ENP wvNaXVP4uXu5LA1UzTshZqfwAzTHcAnZs4GYsKZl9iubXsrZw72UIQXmnYIeEYtjObGs0RYacyFNbMaA9AbIR5XNDN1Fmf0UOpvQ6ZcO21ySUwBaCbnOsUrb37E=s16000

তবে জেলার রাণীশংকৈল ও পীরগঞ্জ

উপজেলায় শিলাবৃষ্টি হয়নি। রুহিয়া থানার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষতি করেছে শিলাবৃষ্টি।  ফসল ঘরে তোলার এ মৌসুমে শিলাবৃষ্টিতে আলু, গম, সরিষা, মিষ্টিকুমড়া, শিম, ভুট্টার ব্যাপক ক্ষতির শঙ্কা করছেন চাষিরা। 

AVvXsEiXMn1Hjv0j2zYv rCA2n7eRYZTtyZZ9ZX55niFhMMcCA6JTVnO2e HoXzo1YE7nFJpKufL5GTvOBg6xAenZlnlxCCVSCIE ucGMUeahF2TwdLk3bItCvBm7VJXNfjP4pEs2L8WutLMp0vE1wVPs4rOp8BjOQLrn4s7K

 ঠাকুরগাঁও সদরের রুহিয়া, ভুল্লি, ঢোলারহাটসহ বেশ কয়েকটি স্থানে শিলা বৃষ্টিপাত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে জানান কৃষকেরা। এ অঞ্চলে শিলাবৃষ্টির আকার ও স্থায়ীত্ব ছিল তুলনামূলক দীর্ঘ।

AVvXsEiPkDo9J6s5e8J4mw

কৃষি সম্প্রসারন অধিদফতরের রুহিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার বলেন, ক্ষেত পরিদর্শন না করে ক্ষয়-ক্ষতি নিরুপণ করা কষ্টকর। তবে ফাল্গুন মাসে শিলাবৃষ্টিতে আলু, সরিষা, গমসহ মাঠে থাকা নানান জাতের সবজির ক্ষতির আশংকা রয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সবজি, সরিষা আর গম ক্ষেত। আলু ক্ষেতে পানি জমে গেলে তা দ্রুত নিস্কাশনের পরামর্শ দেন তিনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here