ঠাকুরগাঁও হাসপাতালের বাথরুমে দেবদাসের আত্নহত্যা !

0
97

 হাসপাতালের বাথরুমে দেবদাসের আত্নহত্যা

Devdas commits suicide in the hospital bathroom

AVvXsEi2w6UcwQds5I9gARWwJMYmPX0iDlb5PpinI3iapudDHDDY5Af9y21q4PXPZzRX0pUYyWP8sHVvEeGuQcHqvAdiD z7gS2 XMRxlgtND4rdlU9yKGClpo8N6 MFzJঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে দেবদাস (১৫ ) নামে এক কিশোর আত্মহত্যা করে। বৃহস্পতিবার (১০ মার্চ) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বাথরুম থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে তার বন্ধু অনির্বানকে দেখতে হাসপাতালে যায় সে। রাতে হাসপাতালের একটি বাথরুমে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস লাগায় সে ।

বৃহস্পতিবার ওই বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

নিহত দেবদাস পৌর শহরের ঘোষপাড়া মহল্লার উৎপল দাসের ছেলে। 

সদর থানা পরিদর্শক (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেবদাসের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তাৎক্ষনিকভাবে তার মৃত্যুর কোন কারণ জানা যায়নি ।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here