‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কুৎসিত আক্রমণ সামান্থাকে, পাল্টা উত্তর অভিনেত্রীর | Unscrupulous Attack on Samantha as ‘Divorce Second Hand Item’

0
120

AVvXsEjvEmlluJ31ucpgKtZvLY2aDPFcbFc6X1zMsco7n4aC 7sgp m Mmo49MZbAL8aAr79lgSM22LLesDyKNkOrF TJlgONzDEnC9QXA5yD7NLM OE I 93XxfP2w9uBmDf6 Pdb 5ly7IkUIfZFpby0jRKVTBoqSfTQAaqLzcMyGgFiaifFjtdkDPOSOg=s16000

নাগার সঙ্গে সামান্থার বিচ্ছেদের কারণ নিয়ে হয়েছে নানা জলঘোলা। নাগার ঘনিষ্ঠ বৃত্ত বলছে, বিয়ের পরেও সামান্থার আইটেম সং ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নাকি চরম আপত্তি ছিল নাগা চৈতন্যের পরিবারের।

সামান্থা রুথ প্রভুর জীবন নিয়ে কৌতূহলের সীমা নেই। তাঁর উপর কটাক্ষরও শেষ নেই। এবার সামান্থার সাম্প্রতিক বিবাহ বিচ্ছেদ নিয়ে তাঁকে কদর্য আক্রমণ করল এক নেটিজেন। তাঁর বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে খোঁটা তো বটেই, একইসঙ্গে সামান্থাকে সেকেন্ড হ্যান্ড আইটেম বলে কুৎসিত আক্রমণ করতেও বাঁধল না তাঁর। তবে গোটা ঘটনায় চুপ থাকলেন না সামান্থা। পাল্টা জবাব দিলেন তিনিও।

নাগা চৈতন্যর সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয়েছে মাস কয়েক আগেই। তাঁদের কী কারণে বিচ্ছেদ হয়েছে তা নিয়ে প্রকাশ্যে দুজনে মুখ খোলেননি। সামান্থার ঘনিষ্ঠ সূত্র বলছে, বিচ্ছেদের খোরপোশ বাবদ নাগা তাঁকে টাকা দিতে চাইলেও টাকা নিতে অস্বীকার করেন দ্য ফ্যামিলি ম্যানের রাজি। কিন্তু তা সত্ত্বেও ওই নেটাগরিক সামান্থার উদ্দেশে লেখে, “সামান্থা এক ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম যে কিনা ট্যাক্স বিহীন ৫০ কোটি টাকা এক ভদ্রলোকের কাছ থেকে লুটে নিয়েছে।” সামান্থা উত্তর দিয়েছেন, তবে মার্জিতভাবে। ওই ব্যক্তির উদ্দেশে এক লাইনে বক্তব্য সেরে তিনি লিখেছেন, “ভগবান তোমার আত্মাকে আশীর্বাদ করুক”।

Untitled design 2021 12 22T001759.450.jpg?w=900&dpr=1

তবে শুধু এই ব্যক্তিই নয়, নাগার সঙ্গে সামান্থার বিচ্ছেদের কারণ নিয়ে হয়েছে নানা জলঘোলা। নাগার ঘনিষ্ঠ বৃত্ত বলছে, বিয়ের পরেও সামান্থার আইটেম সং ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নাকি চরম আপত্তি ছিল নাগা চৈতন্যের পরিবারের। বিশেষত ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে সামান্থার শয্যা দৃশ্যে নাকি এতটাই অবাক হয়েছিলেন নাগার পরিবার যে সামান্থাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও দাগিয়ে দিয়েছিলেন তাঁরা। সামান্থার প্রাক্তন শ্বশুর তথা নাগার বাবা নাগার্জুনও নাকি বাড়ির বৌয়ের এ হেন দৃশ্যে অভিনয়ের ঘোরতর বিরোধী ছিলেন। অন্যদিকে সামান্থা শ্বশুরবাড়ির এই নিয়ন্ত্রণ মেনে নিতে না পারাতেই নাকি সম্পর্কের অবনতি হয়, যা গড়ায় বিচ্ছেদে।

দিন কয়েক আগে নাগার এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘কীরকম চরিত্র তাঁর পছন্দ’? নাগা উত্তর দিয়েছিলেন, “এমন চরিত্র যা আমার বা আমার পরিবারের মান সম্মানে আঁচ না ফেলে’। অনেকেই মনে করেছিলেন আকার ইঙ্গিতে সামান্থার দিকেই আঙুল তুলেছেন নাগা। যদিও নাগা কারও নাম নেননি বা ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামান্থা কোনও উত্তর দেননি।

গত ২ অক্টোবর, ২০২১-এ দাম্পত্য বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সামান্থা এবং নাগা। বিচ্ছেদের ঘটনায় ট্রোল হতে হয়েছিল সামান্থাকেও। সেই ট্রোলিংয়ের যে ইতি হয়নি তা বলে দিচ্ছে ওই ব্যক্তির সাম্প্রতিকতম এই মন্তব্যই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here