ডোবায় মাছ ধরতে গিয়ে পেলেন ‘৬৬ লাখ টাকা’ | Going fishing in the pond, he got ‘8 lakh rupees’

0
134

lalmonirhat taka 181121 01

লালমনিরহাটে ডোবায় ‘মাছ ধরতে গিয়ে পানির নিচে ৬৬ লাখ টাকার’ খোঁজ পেয়েছেন এক ব্যক্তি, যা পরে পুলিশ উদ্ধার করেছে।

সদর থানার ওসি শাহা আলম জানান, বুধবার রাত ১০টার দিকে জেলা শহরের জেলখানা রোডের খোর্দ সাপটানা এলাকার একটি ডোবা থেকে টাকাগুলো উদ্ধার করেন তারা।

স্থানীয়রা জানান, ডোবায় মাছ ধরার জন্য গিয়েছিলেন স্থানীয় এক ব্যাক্তি। মাছ ধরার টেপরাই বসিয়ে কাদা চাপিয়ে ভর দিতে গিয়ে টাকা দেখতে পান। পরে ওই ব্যক্তি স্থানীয় অন্যদের সহায়তায় পুলিশে খবর দেন।

lalmonirhat taka 181121 02

ওই এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তি এগুলো জাল টাকা বলে দাবি করেছেন। তবে সেগুলো জাল কি না, পুলিশ সে বিষয়ে নিশ্চিত নয়।

ওসি শাহা আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৬৬ বান্ডেল এক হাজার টাকার নোট উদ্ধার করেছে। আরও টাকা পাওয়া যেতে পারে। এখনও উদ্ধার অভিযান চলছে। টাকার গায়ে লাকি কুপন, সাথি সংঘ ও ভাগ্য পরিবর্তন স্টিকার লাগানো আছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here