ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান পরশুরামের কৃতি সন্তান রকিবুর রহমান আর নেই

0
320

 ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান পরশুরামের কৃতি সন্তান রকিবুর রহমান আর নেই
Rakibur Rahman, the son of Parashuram, former chairman of Dhaka Stock Exchange, is no more

275724341 475798627605497 5836703589892689580 nঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রকিবুর রহমান আর নেই। ঢাকার ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় তিনি ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলহাজ্ব আবিদুর রহমান – ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ম্যানেজার মাওলানা নুরুল হক হেলাল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামল

275585514 796688717963943 8644510608251482234 nতিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলহাজ্ব আবিদুর রহমান – ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে জড়িত ছিলেন। 

মরহুম রকিবুর রহমান ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের কৃতি সন্তান।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here