দেওয়ানগঞ্জের সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তার | Former municipal mayor of Dewanganj arrested

0
114

AVvXsEhRQ8yQO L u542xdinhkKUnwJV9GfnE ZHxgsgrbBdScPc70aYGNKsGYiPxSSu9lNM1Q5hnoM2bqb2Ctj0184jnCRCTaElp

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় আলোচিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‌্যাব।

রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে উত্তরা-৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মেয়র শাহানশাহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ।

তার অভিযোগ, পৌরসভার নাম ঘোষণায় দেরি হওয়ায় মেয়র তাকে গালাগাল দেন এবং থাপ্পড় মারেন।

তবে শাহনেওয়াজ শাহানশাহর ভাষ্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে; থাপ্পড় মারার অভিযোগ কাল্পনিক ও মনগড়া।

এ ঘটনার পর পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ সমালোচিত হলে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

এর পর গত মঙ্গলবার শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here