দ্রব্যমুল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতা সীমার বাইরে চলে গেছে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশে বক্তাগণ

0
270

ফরিদপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশে

Juba Dal protest rally in Faridpur

AVvXsEgMgpWiOSLv9kfyKRKgyM3djtY JZLh2SZtTTPe2pqaYV26vZHM BXFFrAOZEhsOyI1 ZsXSJZLLDlc2ergF2sRALTFmDlOrrOHt3z153586jVlSfyHjI1HV4u41oJQXZqRE hJRiCrLWRLqzaEbhUQsq8RsfsbEEOuyuzOfeTv7qphsCUFpGUokOvu=s320দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেছেন,  দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের ক্রয়ক্ষমতা সীমার বাইরে চলে গেছে। অবিলম্বে এই গণবিরোধী সরকারকে হটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করতে হবে। 

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে  রোববার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিবাদ  সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

AVvXsEjod 1kc68LsgtnhUWpttu8N464 rEkvDopEQ7NV1xoOnZdsWt 9BvetsNdkhaOui3tvMuYxk6Da2QabqONEm1olNKX1cFe5ZhNA nLhqKabkWyVqun0V0DTJP2mkd 4m0X13KPUEaVLLU5w30kjvygMlXB994m8TcLq L0q8O A7IT3X43AeWHlicr=s320ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ফজলুল হক টুলু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলা, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, প্রমুখ । 

সমাবেশে ফরিদপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লা হতে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন এই প্রোগ্রামকে সফল করার জন্য।  

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here