নওগাঁয় দলীয় সমাবেশে বিএনপি নেতা শাহীন শওকত

0
322

 

AVvXsEg9ZxZQWkYutakRUvzx55o5tls VxM7VrOxkB 4JnhoVK0pER44dkyUZgCfs DjtWki8ORMT0gdvxzs8BIDUPw0JfUxUhXtIsBR2vvnm4Tx1DTj0abKKyQod SxAXQGQDF57lW581PZ5hCzfixhsRYKxic0W GR3ROLVNjyhMHJFoIMNpKHuXCqGcKm=w636 h358

নওগাঁয় দলীয় সমাবেশে বিএনপি নেতা শাহীন শওকত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত বলেছেন, শেখ হাসিনার পতন ঘটাতে রাজপথে জনতার ঢল নেমে গেছে। হেলমেট লীগ নামিয়ে জনতার এই ঢল ঠেকানো যাবে না। শেখ হাসিনার পতন না হলে রাজপথ ছাড়বে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট, বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাবিচা ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় শুরু হওয়া এই সমাবেশ চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। 

ঢাকার বনানী ও নোয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের কর্মীদের হামলার সমালোচনা করে শাহীন শওকত বলেন, ‘রাজপথে জনতার ঢল নেমে গেছে। গুলি চালিয়ে, হামলা করে জনতার এই ঢল ঠেকানো যাবে না। বিএনপির নেতাকর্মীদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। স্বৈরাচার সরকারকে হঠাতে হলে আরও রক্ত দিতে হবে এবং আমরা তার জন্য প্রস্তুত আছি। রাজপথে নেমেছি আর ঘরে ফিরতে চাই না।’

তিনি বলেন, আওয়ামী লীগের ১৪ বছরে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যত হামলা, মামলা, গুলি করে হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটির হুকুমের আসামি করা হবে শেখ হাসিনাকে। প্রতিটি গুলি, প্রতিটি রক্ত বিন্দুর জবাব নেওয়া হবে।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি কখনোই নির্বাচনে যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। খালেদা জিয়া মুক্ত করা না হলে, তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বিএনপি কখনোই আগামী নির্বাচনে অংশ নেবে না।

নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইছাহাক আলী সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না 62। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে বাংলাদশে কোনো নির্বাচন অফিস থাকবে না।’

বর্তমান সরকারকে নিশি রাতের সরকার উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিশি রাতের সরকারকে হঠাতে মানুষ জেগে উঠেছে। সবার একটাই কথা শেখ হাসিনার পতন চাই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। এই সরকারের অনিয়ম-দুর্নীতির কারণে মানুষ অতীষ্ঠ হয়ে পড়েছে। তারা এই দুঃশাসন থেকে মুক্তি চায়।’


আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here