নওগাঁয় বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের জেরে আন্ত:জেলা রুটে বাস চলাচল বন্ধ

0
174

 

AVvXsEgFioNTdlyASmH5 RCt kDLNRZhhnQ8UtY0m8eiqDAi65kidMdlyPD7mnDqFbbY wWDkIoPvKbVmn9gaJLLVEPSrEer9vyr45bh29JgQPgKKopQz7Zfojmhfld 57kNIROt gGzm5BCJIS1voDpfig5furtfcCZ5IWMhvlxyrMnvLAj5msOnclpipz1=w623 h351

নওগাঁয় বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের জেরে আন্ত:জেলা রুটে বাস চলাচল বন্ধ

বাস ও অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের জেরে নওগাঁ থেকে অভ্যন্তরীণ ও আন্ত:জেলা রুটে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করা হয়েছে বাস চলাচল।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টার থেকে বাস চলাচল বন্ধের ডাক দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান  বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে নওগাঁ বাস টার্মিনাল এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিকশা ও ইজিবাইকের শ্রমিকেরা কয়েকজন মোটর শ্রমিক মারধর করে। 

এ ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার অভ্যন্তরীণ ও আন্ত:জেলা রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে।’

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তফা কালিমী বাবুল বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের লোকজন উভয় পক্ষের সঙ্গে বসেছেন।  আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে আজকেই বাস চলাচল সচল হতে পারে।  তবে প্রধান দাবি হচ্ছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

নওগাঁ জেলা ইলেকট্রিক ব্যাটারি চালিত অটো চার্জার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মন্ডল বলেন, ‘গতকাল বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে কয়েকটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় বাস পরিবহন সংগঠনের শ্রমিকেরা সেখান থেকে অটোরিকশা সরিয়ে নিতে বলে। 


এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আমাদের শ্রমিকেরাও আহত হয়েছেন। এটা খুবই সামান্য ঘটনা। এটা নিয়ে বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। প্রশাসনের কর্তারা উভয় পক্ষকে নিয়ে বসেছেন। আশা করছি, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।’

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বালু ডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রাজশাহী যাওয়ার জন্য অপেক্ষা করা হাফিজুর রহমান বলেন, ‘আমার এক আত্মীয় রাজশাহী মেডিক্যালে ভর্তি, তাকে দেখতে যাওয়ার কথা আমাদের। এখানে এসে দেখি কোনো বাস রাজশাহী যাবে না। কীভাবে যাব বুঝতে পারছি না।’

আরেক যাত্রী লিপিকা সরকার বলেন, ‘ঢাকা থেকে ট্রেনে এসেছি, সাপাহারে যাব। নওগাঁ বাসস্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। এখন সিএনজিতে যেতে হবে। কিন্তু সিএনজিতে যেতে বাড়তি ভাড়া দিতে হবে।’

আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here