নতুনরূপে আসছেন অভিনেত্রী রোজিনা | Actress Rozina is coming in a new form

0
140

 AVvXsEiKRSHHudE9XPn0jY2BjyoIJkNkx6rB74WeV3g90NlP8l BpCbr8m3UCm9FVkx70ChLJoyNWxt 5kfWMvLsbxgezhw0AweTy3ngduBd0wEQ LtFdgANnKr1YUFs3UR4bWQQUK

‘মানসী’ ছবির জনপ্রিয় গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুনরূপে নিয়ে আসছেন অভিনেত্রী রোজিনা ৷ গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানটিতে কন্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। জনপ্রিয় এই গানকে সময়োপযোগী করে নতুন করে নির্মাণ করেছেন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান।

মিউজিক ভিডিওতে এডলফের ডিজাইন করা শাড়ি পরে হাজির হবেন রোজিনা ৷ এডলফ খান বলেন, ‘৩ মাস আগে সুদূর আমেরিকা থেকে রোজিনার ফোন পেয়ে আমি অবাক এবং আবেগাপ্লুত হয়ে পড়ি । এরপর থেকেই মিউজিক ভিডিওটি নির্মাণের পরিকল্পনা করি।

AVvXsEhPBZAZDX OEQt3Qn3OgCxq2sF Nb7e 1lmmZQmjSnguy0TBnTN34qwYUPl3mqoZjFG5LArlEwWh6a1RrKoNAQZbxYQIs EwlygfniHRaK4U5P8dN0 lS4k26HpxVq1HeRGCxTyE7SEVLIY v AZj ZLH mUwfkj y7BX6FwS1 p3yDF6PKlvRoYaUp=s16000

কোরিওগ্রাফি থেকে নির্মাণে এসেছেন এডলফ ৷ তিনি আরো বলেন, ‘রোজিনা আপুর অভিনয়, অভিব্যক্তি, উৎসাহ আর সহযোগিতায় ভিন্ন মাত্রা পেয়েছে মিউজিক ভিডিওটি । আশা করি, সম্পূর্ণ কাজটি সবার ভীষণ ভালো লাগবে । খুব শিগগিরই মিউজিক ভিডিওটি মুক্তি দেব। ‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here