নাটোরের লালপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ আহত ২০

0
143

 

AVvXsEhTZucwAn3Wn 82 sKnH48JeRx0YlLnF1Zo6 ceH0Jt yBrbGG3NFvJhsowbjqVmrb84hbuswSawJ6W ZENmGwE8cpIz9 PXKh egWPl0zdyT1scOpPEH3CNKhq2W1zEh49Gpuat6 X hUQyzFW64OW1gcvf DUxF0blKLGXvxIo hCPlzIhE r9bg8=w637 h358

নাটোরের লালপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ আহত ২০

নাটোরের লালপুরের পালিদহ এলাকায় বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির ১২ জন নেতাকর্মী। 


মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিএনপির নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া দিলে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল এবং তিন রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য ফারজানা শারমিন পুতুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে লালপুর উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সমাবেশে আসার পথে বিএনপি নেতাকর্মীদের পালিদহ এলাকায় বাধা দেয় পুলিশ। পরে তাদেরকে উদ্ধার করতে আরও কিছু বিএনপি নেতাকর্মী ঘটনাস্থলে গেলে পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। 


এসময় পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীরাও যোগ দেয় এবং এতে বিএনপির ১২ জন নেতাকর্মী আহত হন বলেও দাবি করেন তিনি।

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান জানান, গৌরিপুরে সমাবেশ করার পর বিএনপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পালিদহ এলাকায় গেলে তারা পুলিশের উপর ইট-পাaটকেল নিক্ষেপ করেন। 

পুলিশ সুপার দাবি করেন, পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ারশেল এবং তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। 


বিএনপি নেতাকর্মীরা সংবাদের শিরোনামে উঠতে পরিকল্পিতভাবে নৈরাজ্য তৈরির চেষ্টা করেছ বলেও অভিযোগ করেন নাটোর জেলা পুলিশ সুপার।

আরো পড়ুন:


  1. নিয়ন্ত্রণহীন ভোজ্য তেলের বাজার
  2. Afran Nisho: ভারতীয় ওয়েব সিরিজে আফরান নিশো
  3. জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
  4. ফেনীর দাগনভূঁঞায় মোটরসাইকেল চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার 
  5. ফেনীর ফুলগাজীতে দুই মহিলা ছিনতাইকারী গ্রেফতার
  6. বালিয়াডাঙ্গীতে এক পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী
  7. পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকি দিচ্ছে 
  8. Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া 
  9. সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায়
  10. ইউক্রেনে নাজুক অবস্থায় পড়ে গেছি: প্রতিমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here