নালিতাবাড়ী ভোগাই নদীতে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত।

0
54

 

%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%80%20%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%20%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B%20%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%BE%20%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC%20%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4%E0%A5%A4

নালিতাবাড়ী ভোগাই নদীতে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত। 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর রবিবার সকাল থেকে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় ভোগাই নদীতে দল বেঁধে মাছ ধরতে   নামেন সৌখিন মৎস শিকারীরা। জানা গেছে, বর্ষা মৌসুম শেষে অক্টোবর নভেম্বর মাস এলে খাল বিল নদ নদীর পানি কমে যায়। 

AVvXsEicXxLxI5dExj vtLdX9JYnXL RM4Xx736JWDa7zZxHYrCPz2IBvPdZJ87 f8C1iSFI2FHPR zJCEa3kLSJAzHu X2mxKZSAWBpKXV9bQWuNYmVpkRzla9ZaWFp0FccyMft mlZbJ7x5yP1Sp7HBiuHYdfxo9f7x0Xp98VIC Yh 4q PiGRkaU6agkC=w600 h338

এসময় সৌখিন গ্রামবাসীরা মিলে পলো, ঝাঁকিজাল, ছিপজাল, ঠেলাজাল, লাঠি ও বিভিন্ন ফাঁদ নিয়ে দলবেঁধে জলাশয়ে মাছ ধরতে  মেতে উঠেন। উপজেলার পাঁচগাও, রাজনগর, দোহালিয়া, সন্নাসীভিটা ও কোননগর গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ চারআলী ব্রীজপাড় থেকে মাছ ধরতে নামেন। মাছ শিকারী ও স্থানীয়রা জানান তারা আগে থেকেই নির্ধারন করেন যে কবে তারা মাছ ধরবেন। 

মাছ ধরা উৎসবে অংশগ্রহণকারী পাঁচগাও গ্রামের আহাম্মদ আলী তিনি ৮ কেজি ওজনের একটি আইড় মাছ ধরে শিকারীদের তাক লাগিয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রতিবছর আমরা ৪/৫ গ্রামের শিকারী মিলে নিজেদের তৈরি পলো ও জাল নিয়ে জেলার ভোগাই , চেল্লাখলী , মহারশি মালিঝি নদী ও ধলী বিলে বর্ষা শেষে   কার্তিক মাসে দলবেঁধে মাছ ধরার উৎসবে অংশগ্রহণ করেন। 

এতে কেউ মাছ ধরতে না পারলেও আনন্দ উপভোগ করেন। এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা মৎস কর্মকর্তা এমদাদুল হক বলেন, গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য দলবেঁধে উৎসবমুখর পরিবেশে মাছ ধরার কোন আইন নেই। তবে এ জাতীয় কোন উৎসব করতে হলে আগে  প্রশাসনের অনুমতি নিতে হয়। 

ঝিনাইগাতী শেরপুর। 

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here