পতাকা ইস্যুতে মুখ খুললো পাকিস্তান | Pakistan opened its mouth on the flag issue

0
224
পতাকা ইস্যুতে মুখ খুললো পাকিস্তান

বাংলাদেশের মাটিতে অনুশীলনের সময় পাকিস্তান দলের পতাকা টাঙানো নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কয়েকদিন ধরে এ ব্যাপারে নিরব থাকা পাকিস্তান দল এবার তার জবাব দিলেন।

দলটির মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদ্রিস জানান সাকলাইন মুশতাক কোচ বলেই মাঠে পতাকা নেওয়া হচ্ছে।  

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মিরপুরে প্রথম টি-টোয়েন্টি পূর্ব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের কাছে সেদেশের এক সাংবাদিক জানত চান- মাঠে পতাকা নিয়ে যাওয়া নিয়ে বাংলাদেশে যে বিতর্ক হচ্ছে, সে ব্যাপারটি তিনি কিভাবে দেখছেন? যেখানে বাংলাদেশের একজন মন্ত্রীও পতাকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাবরের হয়ে প্রশ্নটির উত্তর দিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার। তিনি বলেন, সাকলাইন মুশতাক কোচ হওয়ার পর থেকেই অনুশীলনে পতাকা নিয়ে যাওয়া হচ্ছে। কোচ মনে করেন, এটা খেলোয়াড়দের উজ্জীবিত করে। যে কারণে বিশ্বকাপেও পতাকা নেওয়া হয়েছিল। আর কোনো কারণ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here