ফেনীন পরশরামে ফেন্সিডিলসহ ইউছুপ নবী সুমন(২৯), মোঃ তৌহিদ(২৬) ও আবুল মিয়া(৫৮) নামে
তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পৌর এলাকার ৭ নং ওয়ার্ড বাঁশপদুয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ইউছুপ নবী সুমন বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া গ্রামেন (জাহিদ মেম্বার বাড়ী) মৃত আবদুল হাই ও রোদন বিবি’র ছেলে, মোঃ তৌহিদ পৌর এলাকার বাউরখুমা গ্রামের (আবুল অজির বাড়ী) মৃত আবুল খায়ের ও নুর জাহান আক্তারের ছেলে এবং আবুল মিয়া পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের মৃত আসলাম ভূইয়া ওমৃত মাদলা বেগমের ছেলে।
পুলিশ সূত্র জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম মডেল থানার এএসআই রেজাউল আলম, এসআই সৌরজিৎ বড়ুয়া ও এএসআই আবদুল মতিন বিশেষ অভিযান চালিয়ে পরশুরাম-বাঁশপদুয়া সড়কের বাঘা মামার বৈঠক খানার সামনে থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মু. খালেদ দাইয়ান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনের নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।