পীরগঞ্জে কবর থেকে ১৯ মৃতদেহের কঙ্কাল চুরি !

0
98

 

AVvXsEg7CYcsDAauGele4R kM5q6G3rFzEBegqog1s8s7rs747VKKN9 Rne2qMx5CUxTflL5 cOPbIhocwm vdhmGSZT0A6x38KQGMgbAFoI8 7rszUIBLwaVMdQmHgmI98eHfnXOVL15A6oVbUTAqYvJxVdDg4BcW tnFYh4t97DbScOHLUz6H3GGbC4q r=w642 h361

পীরগঞ্জে কবর থেকে ১৯ মৃতদেহের কঙ্কাল চুরি! 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাতের আধারে কবরস্থানের কবর খুরে ১৯টি মৃতদেহের 
১৯টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর-শহরের পীরডাঙ্গী গোরস্থানে এ ঘটনাটি ঘটে। 
AVvXsEhwV9u AjEJm83ZFHNsY 3zGieM2zbfJyUYuxJ5Z2B9 3btxEi XfJyYCQcONjYOEhmvqiAv brZgchDsFfoJxxUx6HPxSvF3ABeqbeezhSJRarzclQDMnoUeacDLvM4pfEAL5Zejxcu 58KQeMe4kLh68UdmafqHdBzalH7tTjWBxXOsLWByLr9Bb=w630 h280
 কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানী শাশুড়ীর দাফন সম্পন্ন করার জন্য করবস্থানে আসি ৷ মাটি দিয়ে যাওয়ার সময় দেখলাম একসাথে অনেকগুলো কাপড় পরে আছে। 
তিনি বলেন, ‘ প্রথমে একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম। তারা এলে কাছাকাছি গিয়ে দেখি সেখানে তোয়ালে, টাউজারসহ অনেকগুলো পোশাক পড়ে আছে আর কবরগুলোর বেড়া ভাঙা। ভেতরে গিয়ে দেখি ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। 
AVvXsEiCNGQ5tJlX0YFU7So BmI3eLvDP6rPXJMToaGOGH V1EmLUObq0M 7Yfl1fZbTIq3XQx0mEO5e2ZW rHzSWX5GnY53ddjTkkoea3jc9wVSX4hh3wanal7xXg N88AIXMy0fz6M4KMHckLlftEyKUS 6nyMDQ3rc7XYo89qSmaHiyyOVgfg7NiM Smc=w599 h415
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘কঙ্কাল চুরির পর হয়তো পোশাক পরিবর্তন করে এখান থেকে চলে যায়।
AVvXsEgcX0mS8xnwVh8WohldvJtk276rNzfpPBQqRjE3dYH1enR1MeglwZopOc5Wb7i2E089P3HMeaSfctqnU9coL oTN31BxlXAoFi8Ug8hybjIaOKB0BJ MYaSl FMgRi1b7w0ifmayNY9mrSBw yJng4BXXgkJUrtmSJZkdyXoxP7D38SmcMbeYEyMOVM=w576 h583
বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এই খবরটি পাওয়া মাত্রই আমি গোরস্থান পরিদর্শনে করেছি। এ বিষয়ে বিস্তারিত  জানাতে কিছু সময় লাগবে।

আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here