পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, পুলিশ–সাংবাদিকসহ আহত ৩০

0
95

 

AVvXsEhqGyFsZSkz Nj3HJ 5GvUJOosSiYa8BeHH r4M9JJUwWSH1yXXfB7GbQcNjglqWXmOnyqFatxM0YZu6lUM6bHSTvGKH3DnhEaJghzZfTWQSVBzicbhSFA7YdbVjmKgJndrgSTXU1TwTcpVlw22tvZDIDOO9HK Aa6ws4ssPU47j3QRexTejWSX511P=w640 h360

পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ৩০

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় ইটপাটকেলের আঘাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকারসহ তিন পুলিশ সদস্য ও দুই সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের লাঠিপেটায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

AVvXsEi3dTuB0ufi1iNPnAti6xGu XpvryOQFPWN8pQtdp04aP U1SaDZkVdKCztHb52SJGYbkde9va2w krVtoE1t wBugQBlsskPNg4MR5rFeyp5 t5ONNkjjrnjByuKey40uOZKJq6pb29aqgSSvZwswFQw3h3Wgs0TxuxQ1jVe0sZ4L 5i25VeS7epTr=w617 h411


পুলিশ ও বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টার দিকে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে যোগ দিতে বেলা পৌনে ১১টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে দিকে যাচ্ছিলেন। 


পথে খালপাড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ নেতা–কর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী আহত হন।

AVvXsEgqbv9cYs0TkKb XN4VAvw9yaGnsEpA7ytEPDTOAjJCvoWJ8TNbzRFAUt7vvoBsFa35q5dc1dUeVMx gwlyKbDLGjSclYZDMvy3LAiqrt3Cw2G TvxhgJfrVpy2qxoD3m3s43QGeKZv8qdBv23RPDblHzXO2GjkOAzM9iuurzSVmPXMI7thb 6dnTU =w632 h341


এরপর পুলিশ বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া করে। একপর্যায়ে বিএনপির নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে ইটপাটকেলের আঘাতে সদর থানার ওসি আবদুর রউফ সরকার, কনস্টেবল সাখাওয়াত হোসেন, মো. শাহীন এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আর এস মঞ্জুর রহমান ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সাজেদুর রহমান আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

News by prothom alo


আরো পড়ুন:


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here