প্রথম ডোজ টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে | There is still a chance of getting the first dose of vaccine

0
321

AVvXsEjNuqhtrtDw047ZPu5cEYyV3KWCgxcGMia6hMF PYP5hK4IrHJrRNYcWDBC6lfWjnE2KVYS7nhREm2vE4fTDC90sSgHWubt AzRwYT44CGsZPBfEB zoAkQN9f6HCD1DAO8 QCMvItvNi3u0RaZ 8JtcpGMXWzIU3UrvPcBMlS4eh J6nEXn qaNF t=s16000

যারা এখনো করোনা টিকার প্রথম ডোজ নেননি, তারা দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২ মার্চ) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ ইউনিটের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক এ কথা জানান। 

তিনি বলেন, যারা এখনও টিকার প্রথম ডোজ নেননি, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল বা এনজিও পরিচালিত হাসপাতাল, যেখানে টিকাদান কার্যক্রম চলছে, সেখানে গিয়ে টিকা নিতে পারবেন।

AVvXsEhW8BW0EeLfRdR PBZX4 kx hQC iv9YD9l Dlh1kuN4zdbK15yX X3o sVchoXhzz

স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনে টিকাদান কর্মসূচি বাড়ানোর জন্য বলা হয়েছে বলে জানান ডা. মো. শামসুল হক। 

তিনি বলেন, এছাড়া, দ্বিতীয় ও বুস্টার ডোজ কর্মসূচি যথারীতি চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here