প্রাথমিকের ক্লাস নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী | The Minister of Education said about the primary class

0
249

AVvXsEj1OqQsCr1uU G26wLAUhKjlvU26aFHPF6ZL4XnGBCVaBNUxvgd5S8vcnPRQ viVExSmrePRP bbA5LJsgMGrDKz4KWiAwE6g1fM9PCpchzz 5P6tqIG 3CRMSvz4XZyccU9gGttFoohOqzxCsN jI25ouDf kteqT0BFrqgpVeag8IngqKHzamOWJU=s16000

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।এ দিন থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

তবে প্রাথমিক বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডা. দীপু মনি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। করোনা টিকার ২ ডোজ নিলেই শ্রেণিকক্ষে করা যাবে ক্লাস।

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয় ছাড়া ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে প্রাথমিকের ক্লাস চলবে অনলাইনে। ১০ থেকে ১৪ দিন পর শ্রেণিকক্ষে প্রাথমিকের পাঠদান শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

AVvXsEg3FnJ sx2XmGu8xtPB6S3KdWV44 3o6b2Hj mD8wksEkxgYIVShFBeAzUsL3PRAVqpRLzDOECzTuJYt aKNr4cNd 8Nf 5lJP2HD3G48iq2y4JAC zX0wcunUGEWHqu2Rp5pLJUnEd46oAztQTGDMCl3GV9u5z9sRzbyOUPbEz2hD lHivVUWTaMWU=s16000

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে। নতুন করে স্বাস্থ্যবিধি নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হবে না।

এর আগে করোনা বেড়ে যাওয়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

উল্লেখ্য, দেশে প্রথমবার করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একইভাবে বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও চালু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here