ফরিদপুরের নগরকান্দায় তেলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

0
314

তেলের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ-ফরিদপুর

Mobile court raids to control oil market: Faridpur

AVvXsEjkN9 0 Lu0KJzl7XUEarxL7ZF5UYcMQNkw LeB2zJNoRKOSQz7Wz4epYTxQTDq2PAwv N0DtA8H3e0HHNA6YNBNeDTPpPy9zMtnTi8ZCkmxWfqV1U4lt8AFxDWkvxwdw1NEE GX QaISAMV ফরিদপুরের নগরকান্দায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নগরকান্দা উপজেলা প্রশাসন উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
রবিবার (৬ মার্চ) দুপুরে অভিযানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য, ভোজ্যতেল অতিরিক্ত দামে বিক্রি ও বিভিন্ন দোকানে পণ্যের মুল্য তালিকা না থাকায়। ৯ মুদি দোকানদারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারন সম্পাদক আক্রামুজ্জামান টিটু, উপজেলা ক্যাবের সভাপতি লিয়াকত হোসেন সহ নগরকান্দা থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর থেকে বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও বেশি দামে বিক্রি করছে এই সংবাদে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here