ফরিদপুরের নগরকান্দায় ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে

0
148

 ফরিদপুরে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ 

Alleged rape of 4th class student in Faridpur

AVvXsEg44sUJITpvvWx6sRWeRaqmmSZEmohopgvMrthnSuZv9Rlz5InJWDd80qWXS549rq86qpzaQ hjwsrk7mQL OMR7N2n5K mn3WxASzsfDHIIZEOfGkx0qr368ELJKheG QuPh U6lPDBMpXSttMKYkHOGUCtao DgkaWmSi35iiCmizo3D JaU 9nB=s320ঘটনাটি ঘটেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামে।

জানা গেছে, আইনপুর গ্রামের নারান মালোর ছেলে এক সন্তানের জনক অশোক মালো (৩৬), প্রতিবেশী ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে শুক্রবার রাত আনুমানিক ৭ টার দিকে বাড়ির পাশে কুমার নদীতে থাকা একটি নৌকায় তুলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন মেয়েটির পরিবার। ধর্ষনের স্বীকার শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

এ ঘটনার পর থেকে ধর্ষক অশোক মালো পলাতক রয়েছে। 

ফরিদপুরের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান জানান, অভিযোগ পেয়েছি মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে  যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

আরো পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here